কোন অ্যাপস ছাড়া মোবাইলে ছবি বা দরকারি ফাইল লুকানোর ট্রিকস

বর্তমানে আমাদের মোবাইলে অসংখ্য ব্যক্তিগত ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ফাইল থাকে। কখনো কখনো এগুলো অন্যের কাছ থেকে গোপন রাখতে হয়। তাই আমরা এসব ছবি, ভিডিও বা ফাইল লুকানোর জন্য কোন না কোন অ্যাপস ব্যবহার করি। আবার অনেকে ভাবেন, কিভাবে কোন অ্যাপস ছাড়া আমাদের মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা লুকানো যায়।

এই পোস্টে আমরা দেখাবো কিভাবে কোনো অতিরিক্ত অ্যাপ ব্যবহার করা ছাড়াই আপনার অ্যান্ড্রয়েড ফোনে বা iPhone এ থাকা ছবি লুকিয়ে রাখতে পারবেন। এতে করে আপনার অ্যাপ ব্যবহারের ঝামেলা পোহাতে হবে না। এছাড়া অ্যাপ ব্যবহারে যেসব ঝুঁকি থাকে তা আর থাকলো না। এক কথায়, এটি সহজ ও ঝুঁকিমুক্ত একটি উপায় যা মোবাইলের মেমোরির ওপর বাড়তি চাপও সৃষ্টি করবে না।

অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি বা ফাইল হাইড করার উপায়

আপনি যদি একজন এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিচে দেখানো পদ্ধতিগুলো থেকে যেকোনো একটি পদ্ধতি বাছাই করে নিতে পারেন। ওই অনুযায়ী আপনার দরকারি সকল কিছু হাইড করে রাখতে পারবেন। এন্ড্রয়েড মোবাইলে ছবি লুকানোর জন্য আমি দুইটা অপশন দেখাবো। আপনি যে কোন একটি অনুসরণ করতে পারেন।

ফাইল ম্যানেজারের সাহায্যে ছবি লুকানো

আপনি যদি কোন ধরনের অ্যাপ ব্যবহার করা ছাড়া শুধুমাত্র একটি ট্রিকস অনুসরণ করে আপনার ছবি বা গুরুত্বপূর্ণ ফাইল লুকাতে চান তাহলে নিচের দেখানো ধাপ গুলো অনুসরণ করুন।

file rename for hiding
file rename for hiding
  • প্রথমে আপনার মোবাইলের ফাইল ম্যানেজার তথা মেমোরি কার্ড ওপেন করুন।
  • এবার আপনি যে ফাইল বা ফোল্ডার লুকাতে চান তা খুঁজে নিন বা বাছাই করুন।
  • এবার আপনি যা লুকাতে চান তা Rename করুন। আর এখানেই আপনার মূল কাজ। এই রিনেম করার সময় নামের শুরুতে একটি ডট(.) দিয়ে দিন। ধরুন আপনার ফাইলের নাম My File। এটাকে রিনেম করে লিখুন .My File।
  • আপনার কাজ শেষ। আপনার ফাইলটি হাইড হয়ে যাবে।

ফাইল আনহাইড প্রক্রিয়া

আপনি যদি আবার আপনার ফাইলটি খুঁজে পেতে চান বা আনহাইড করতে চান তাহলে ফাইল ম্যানেজার বা মেমোরি কার্ডে গিয়ে সেটিংস এ যান। সাধারনত মেমোরি বা ফাইল অপশনে এই সেটিংস থাকে। সেখান থেকে Show Hidden File অপশনে ক্লিক করুন। তাহলে আপনার হাইড করা ফোল্ডার বা ফাইলটি দেখতে পাবেন।

আবার আপনি যদি এই ফাইলটি আগের অবস্থায় রাখতে। আপনি তাও করতে পারবেন। এর জন্য আপনাকে ওই ফাইল বা ফোল্ডারটি আবার রিনেম করতে হবে। তবে এবার কোন ডট(.) ছাড়া। তাহলে এটি আবার আগের মত হয়ে যাবে।

গ্যালারি সেটিংসে ছবি লুকানো

উপরের দেখানোর নিয়ম ছাড়াও বর্তমানে বেশিরভাগ এন্ড্রয়েড মোবাইলের গ্যালারিতেও ছবি হাইড করার অপশন থাকে। আপনি চাইলে এই অপশনটি ব্যবহার করেও আপনার গ্যালারিতে থাকা ছবি বা ভিডিও এড করে রাখতে পারেন। তবে তেমন একটা কার্যকর হয় না। কারণ বেশিরভাগ এই হাইটগুলো সম্পর্কে জানে। তাই যে কেউ খুব সহজে এগুলো বের করে নিতে পারে। এক্ষেত্রে আপনি উপরের দেখানোর নিয়মটি অনুসরণ করতে পারেন। এটি অনেকেই জানেনা। আবার আপনি কি নামে হাইড করেছেন কেউ বুঝবেও না।

আইফোনে কিভাবে ছবি বা ফাইল হাইড করবেন

এবার আমরা দেখব কিবাবে iPhone এ কোন ছবি বা ভিডিও হাইড করবেন। যদি অ্যাপস ছাড়া আইফোনে ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ ফাইল হাইড করতে চান তাহলে আইফোনে থাকা বিল্ট-ইন ফিচারগুলো ব্যবহার করতে পারেন। এখানেও আমি আপনাকে দুটি উপায় দেখিয়ে দিব। এই উপায় গুলো অবলম্বন করে আপনার আইফোনে থাকা দরকারি সবকিছু হাইড করে নিতে পারবেন।

ফটোস অ্যাপে হাইড করা

আইফোনে যে Photos অ্যাপে হাইড ফিচার ব্যবহার করে আপনি ছবি বা ভিডিও লুকাতে পারেন। এর জন্য নিজের ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে আপনার আইফোনে Photos App ওপেন করুন
    যেসব ছবি বা ভিডিও লুকাতে চান, সেগুলো বাছাই করে নিন।
  • এবার স্ক্রিনের নিচে থাকা শেয়ার বাটনে ক্লিক করুন।
    তাহলে এখানে কিছু অপশন দেখতে পাবেন এবং আপনাকে স্ক্রল নিচে নামতে হবে। তারপর হাইড অপশনে ক্লিক করুন।
  • এভাবে আপনার ছবি হাইড হয়ে যাবে। তবে Hidden Album টি নিচে দেখা যাবে।
  • এবার সেটিংস অপশনে যান। সেটিংস অপশনে যাওয়ার পর ফটোস অপশনে ক্লিক করুন
    এবার Show Hidden Album অপশনটি বন্ধ করে দিন। কাজ আপাতত শেষ।

লুকানো ফাইল খুঁজে পাওয়ার উপায়

প্রথমে Photos App ওপেন করে সেটিং অপশনে আসুন
এবার শো হিডেন album অপশনটি চালু করুন। এখন হিডেন অ্যালবামে চলে আসুন। নিচের দিকেই আপনি এই হিডেন অ্যালবামটি পাবেন। অ্যালবামটি ওপেন করুন। এখানেই পেয়ে যাবেন আপনার লুকানো ছবি বা ভিডিও।

শেষ কথা

মোবাইলে ছবি বা গুরুত্বপূর্ণ ফাইল লুকানোর পদ্ধতি জানার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে পারেন। আপনার মোবাইলের ডিফল্ট ফিচার ব্যবহার করে বা একটু ট্রিকস করে সহজেই এই গোপনীয়তা বজায় রাখা সম্ভব। তবে এই টিপসগুলো ব্যবহারের সময় আপনার ফাইলের লোকেশন অবশ্যই মনে রাখবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *