বর্তমানে স্মার্টফোনের যুগে আমরা মোবাইলে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি। কারণ যে কোন কাজ করতে আমাদের কোন না কোন অ্যাপস ব্যবহার করতে হয়। তবে এই অ্যাপসগুলো প্রতিনিয়ত প্লে স্টোরে আপডেট করে নিতে হয়। কারণ এইসব অ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত তাদের অ্যাপসের আপডেট করে থাকে। অর্থাৎ অ্যাপসগুলোতে থাকা সমস্যার সমাধান সহ নতুন ফিচার যুক্ত করা হয় এবং এটি আপডেট আকারে প্রকাশ করা হয়।তাই আমরা যারা ব্যবহারকারী রয়েছি আমাদের অবশ্যই এই all app update করতে হয়।
অনেকে যদিও প্রতিনিয়ত এপস প্লে স্টোরে আপডেট করে থাকেন কিন্তু অনেকে এটি করে না বা এর গুরুত্ব সম্পর্কে জানে না। যার কারণে তারা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েন। তাই যারা এ ব্যাপারে ধারণা নেই বা ইচ্ছাকৃতভাবে all application update করেন না তাদের জন্যই এই পোস্ট।
অ্যাপ প্লে স্টোরে আপডেট করার প্রয়োজনীয়তা
আমরা যদি আমাদের ফোনে থাকা অ্যাপসগুলো প্রতিনিয়ত প্লে স্টোরে আপডেট অল করে নেই তাহলে আমরা অনেক সুবিধা পাব। চলুন জেনে নেই ফোনে থাকা অ্যাপস আপডেট করার ভালো দিকগুলো সম্পর্কে।
১. ফোনের স্পিড বৃদ্ধি: অ্যাপসগুলো আপডেট করার ফলে আমাদের ফোনের স্পিড অনেকটা বেড়ে যাবে
২. সমস্যা দূরীকরণ: আমরা যে সকল অ্যাপস ব্যবহার করি এগুলোতে অনেক সময় সমস্যা থাকতে পারে। all apk update দেওয়ার ফলে উক্ত এপস এর ইন্টারনাল সমস্যাগুলো দূর হয়ে যাবে।
৩. ভালো এক্সপেরিয়েন্স: সাধারণত অ্যাপ গুলো আপডেট করা হয় ব্যবহারকারীদের ভালো এক্সপেরিয়েন্স এর জন্য। তাই আপনি যদি অ্যাপগুলো আপডেট করে নেন তাহলে উক্ত অ্যাপসের ভালো এক্সপেরিয়েন্স পাবেন।
৪. সাইজ হ্রাস: কিছু কিছু অ্যাপস আছে যেগুলো প্লে স্টোরে আপডেট ডাউনলোড করলে অ্যাপসের সাইজ কমে আসে। ধরুন আপনি একটি অ্যাপস ইনস্টল করেছেন যেটির পাইস হলো ১০০ এমবি। কিন্তু আপডেট করলে হয়তোবা এটি আরো কমে আসতে পারে। কারন আপডেটের মাধ্যমে অ্যাপস কর্তৃপক্ষ অনেকগুলো অ্যাপসকে ভারী থেকে লাইক করে নাই।
৫. নতুন ফিচার: অনেক সময় অ্যাপ আপডেট করার মাধ্যমে কর্তৃপক্ষ নতুন কিছু ফিচার অ্যাপস এর যোগ করে দেয় যা আমাদের কাজের প্রতি কে বাড়িয়ে দেয়।
আরো পড়ুন: মোবাইল ফোন আপডেট কি এবং কেন এটি করা উচিৎ
এছাড়াও ফোনে থাকা অ্যাপস প্লে স্টোরে আপডেট ডাউনলোড করার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সুবিধা ভোগ করা যায়। আশা করি অ্যাপ আপডেট এর সুবিধা গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন।
এপস আপডেট করার নিয়ম – Update All Apps
চলুন এবার জেনে নিই কিভাবে আপনার ফোনের অ্যাপস গুলো গুগল প্লে স্টোরে আপডেট করবেন। এটি করার জন্য নিচে দেখানো প্রক্রিয়াগুলো অনুসরণ করুন। আপনার ফোনের অ্যাপ গুলো আপডেট করার পূর্বে অবশ্যই আপনার ফোনে একটি গুগল একাউন্ট তথা জিমেইল একাউন্ট লগইন করা থাকতে হবে
- প্রথমে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন।
- এবার উপরে ডানপাশে যেখানে আপনার প্রোফাইল পিকচার দেখা যাবে এখানে ক্লিক করুন।
- এবার আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এবার Manage apps & device নামক অপশনে ক্লিক করুন।
- এখানেও আপনি কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে Updates Available অপশনে ক্লিক করুন।
- এবার আপনার ফোনে থাকা যেসব এপস এর আপডেট এসেছে তার একটি লিস্ট দেখাবে এবং প্রতিটি অ্যাপসের পাশে Update লেখা থাকবে। এই আপডেট বাটন এ ক্লিক করে তো এপস আপডেট করা যাবে। আবার আপনি চাইলে উপরে থাকা Update all বাটনে ক্লিক করে সবগুলো অ্যাপস একসাথে আপডেট করা যাবে।
আরো পড়ুন: প্লে স্টোর ব্যবহার করে কিভাবে ফোনে থাকা ক্ষতিকর অ্যাপস খুঁজে বের করবেন
এবার আপনার কাজ শেষ। কিছুকক্ষণের মধ্যে আপনার ফোনে থাকা সকল অ্যাপস যেগুলো আপনি আপডেট করার জন্য দিয়েছেন সবগুলো গুগল প্লে স্টোরে আপডেট ডাউনলোড হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফোনের মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেকশন চালু রাখতে হবে।
শেষ কথা
আমাদের ফোনে থাকা অ্যাপসগুলো প্রতিনিয়ত প্লে স্টোরে আপডেট ডাউনলোড করার ফলে আমরা যে বিভিন্ন সুবিধা পেয়ে থাকে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এখন থেকে আপনার ফোনে থাকা অ্যাপস গুলো আপডেট করার জন্য প্রতিনিয়ত গুগল প্লে স্টোরে গিয়ে চেক করে দেখা উচিত। তাহলে প্রতিনিয়ত আপডেট করে আপনার মোবাইলের ব্যবহার আরো সহজ হবে।