ফেসবুক হল বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা সবাই কমবেশি ফেসবুক একাউন্ট ব্যবহার করে থাকি। ব্যক্তিগত যোগাযোগ ও গুরুত্বপূর্ণ কোন কিছু শেয়ার করার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। যেহেতু এটা একজন ব্যক্তির নিজস্ব একটি পfb id সেহেতু তিনি তার পরিচিতজনদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে শেয়ার করে থাকেন। তাই এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।
যেহেতু ফেসবুক আইডি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু অনেকেই আমাদের ফেসবুক একাউন্ট অন্য কেউ অনুমতি ছাড়াই ব্যবহার করার সুযোগ নিতে পারে। প্রতিনিয়ত এমন অনেক ঘটনাই ঘটছে। অনেক অসাধু ব্যক্তি অন্যের facebook id অনুমতি ছাড়াই ব্যবহার করার এক্সেস নিয়ে নেই। তাই এ বিষয়ে আমাদের একটু সতর্ক থাকা উচিত। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ফেসবুক টিপস নিয়ে আলোচনা করব। এটি হল আপনি কিভাবে বুঝবেন অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা। আপনার স্বার্থে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট হতে পারে।
ফেসবুক একাউন্ট কে চালাচ্ছে জানা
চলুন জেনে নিই কিভাবে আপনি নিশ্চিত হতে পারবেন কেউ আপনার ফেসবুক প্রোফাইল আপনার অজান্তে চালাচ্ছে কিনা। এর জন্য আপনাকে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।
- প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করুন।
- এবার উপরে ডানপাশে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন।
- এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এবং এখান থেকে নিচের দিকে Settings and Privacy অপশনে ক্লিক করুন।
- সেটিংস এন্ড প্রাইভেসি অপশন এ ক্লিক করার পর Settings অপশনে ক্লিক করুন।
- এবার সবার উপরে থাকা Account Center অপশনে ক্লিক করুন। এই অ্যাকাউন্ট সেন্টার অপশনে রয়েছে আপনার facebook id সংক্রান্ত তথ্য ও সিকিউরিটি সংক্রান্ত আরো অন্যান্য বিষয়।
- এবার এখানে Password and Security অপশনে ক্লিক করুন।
- তাহলে আপনি অনেকগুলো সিকিউরিটি অপশন দেখতে পাবেন। এখান থেকে Where you’re logged in অপশনে ক্লিক করুন।
আরো পড়ুন: কিভাবে ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন করা যায় বিস্তারিত গাইডলাইন
এখানে আপনি আপনার ফেসবুক একাউন্টে যে সব ডিভাইস বা মোবাইলে লগইন করা আছে তা দেখাবে। আপনাকে দেখানোর লিস্টের মধ্যে যদি এমন কোন ডিভাইস বা মোবাইল থাকে যেটা আপনার পরিচিত নয় বা আপনার নিজের নয় তাহলে বুঝতে হবে অন্য কেউ তার মোবাইল থেকে আপনার ফেসবুক আইডি চালাচ্ছে।
অন্যের মোবাইল থেকে নিজের ফেসবুক লগ আউট করার নিয়ম
আপনি যদি উক্ত লিস্টে সন্দেহজনক কোন ডিভাইস বা মোবাইল দেখতে পান তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনি চাইলে ওই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডি লগ আউট করে দিতে পারবেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে যে ডিভাইস বা মোবাইলটি আপনার কাছে অপরিচিত বলে মনে হবে ওই ডিভাইসের উপর ক্লিক করুন।
- তারপর আপনি লগ আউটের অপশন দেখতে পাবেন। এবং এটাতে ক্লিক করুন।
- এখন আপনার fb id টি ওই ডিভাইস বা মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে।
এই পদ্ধতিটা আপনি আর একটি কাজে লাগাতে পারবেন। যদি আপনি কখনো অন্য কারো মোবাইলে আপনার ফেসবুক আইডি লগইন করে থাকেন এবং লগ আউট করতে ভুলে যান এই পদ্ধতি অনুসরণ করে facebook id টি ওই মোবাইল থেকে লগ আউট করে দিতে পারবেন।
ফেসবুক লগিন এলার্ট চালু করা
এবার আপনাকে একটি চমৎকার টিপস দেখাচ্ছি। এটি হল ফেসবুক লগ ইন অ্যালার্ট চালু করা। আপনি যদি এটি করে রাখেন তাহলে আপনার নিরাপত্তা আরেকটু বাড়বে। এতে করে কেউ যদি আপনার ফেসবুক লগইন করে তাহলে সাথে সাথে আপনাকে নোটিফিকেশন বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে জেনে নেই কিভাবে আপনি এটা চালু করবেন। নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- উপরে দেখানো নিয়ম গুলোর প্রথম কয়েকটি ধাপ অনুসরণ করে facebook apps এর Settings অপশনে আসুন।
- এবার অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করুন এবং এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।
- এখান থেকে Login Alert অপশনে ক্লিক করুন।
- এবার আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ছবি ও নাম দেখতে পাবেন এবং এটার উপর ক্লিক করুন।
- এবার এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। একটি হল in-app notifications এবং অন্যটি হলো Email। এখানে সাধারণত দুটি অপশনে চালু থাকে। তবে যদি আপনার অপশন দুটি চালু না থাকে তাহলে এ দুটি অপশন চালু করে দিন।
আপনার কাজ শেষ। এখন থেকে আপনার ফেসবুক একাউন্ট নতুন কোন ডিভাইস বা ব্রাউজার থেকে লগইন করা হলে আপনাকে নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দিবে। এভাবে আপনি মুহূর্তের মধ্যে জেনে নিতে পারবেন আপনার ফেসবুক আইডিটি কেউ লগইন করেছে কিনা। যদি করে থাকে ততক্ষণ আপনি উপরে দেখানোর নিয়ম অনুসরণ করে এটি লগ আউট করে দিতে পারেন এবং প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারেন।
শেষ কথা
একটি ফেসবুক আইডি ব্যবহার করে আমরা গুরুত্বপূর্ণ যোগাযোগ সম্পন্ন করে থাকি। এছাড়াও অনেকের সাথে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করে থাকি। তাই আমাদের উক্ত আইডির নিরাপত্তার জন্য আমাদেরকে পোস্টে আলোচিত বিষয়সহ অন্যান্য সিকিউরিটির ক্ষেত্রে নজর দেওয়া উচিত। এতে করে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার পাশাপাশি নিজের স্বার্থসংশ্লিষ্ট ক্ষতি থেকে নিজেকে বিরত রাখতে পারি। আশা করি পোস্টটি আপনার ভালো লাগবে। ধন্যবাদ।।