ফেসবুক ব্যবহারকারী হিসেবে আমাদের প্রত্যেকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানা উচিত যেগুলো আমাদের ফেসবুক ব্যবহারকে আরো নিরাপদ ও গুরুত্বপূর্ণ গড়ে তুলবে। এমন গুরুত্বপূর্ণ সেটিংস গুলোর মধ্যে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, লগইন অ্যালার্ট, প্রোফাইল লকসহ আরো কিছু। তবে এই পোস্টে এমন গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস নিয়ে আলোচনা করব যা একজন ফেসবুক ইউজারের জন্য অত্যন্ত জরুরি।
বর্তমান প্রযুক্তিতে সোসাল মিডিয়া যেমন facebook এর ব্যবহার আমাদের জন্য সহজ হওয়ার পাশাপাশি কিছু জটিলত সৃষ্টি করে। ঠিক একইভাবে ফেসবুক ব্যবহার করতে গেলেও আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়। তখন গুরুত্বপূর্ণ কিছু সেটিংস ও টিপস অনুসরণ করে আমরা খুব সহজে এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। আর কথা না বাড়িয়ে চলুন গুরুত্বপূর্ণ এই সেটিংস গুলো সম্পর্কে জেনে নিই।
টু ফ্যাক্টর অথেন্টিকেশন – Two Factor Authentication
প্রতিটি ফেসবুক ব্যবহারকারীর জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি অত্যন্ত জরুরী। এটি আপনার সিকিউরিটি কে অনেকাংশে বৃদ্ধি করবে। এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি যদি এটি চালু করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ছাড়া অন্য কেউ লগইন করতে পারবেনা। কারন আপনার একাউন্টে লগইন করতে গেলে Two factor authentication এর মাধ্যমে আপনার সেট করা মোবাইল নাম্বারে একটি গোপন কোড নাম্বার পাঠানো হবে এবং এটি ব্যবহার করে লগইন করতে হবে। আপনি যদি এটি চালু করতে চজন তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনার ফোনে থাকা Facebook App ওপেন করুন।
- এবার ওপরে ডান পাশে যে আপনার প্রোফাইল পিকচার রয়েছে তার ওপর ক্লিক করুন।
- প্রোফাইল পিকচার এ ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে Settings & Privacy অপশনে ক্লিক করুন।
- এবার Settings অপশনে আসুন।
- এখন Accounts Center অপশনে ক্লিক করুন।
- এখানে আপনি আবার অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে Password and security অপশনে আসুন।
- এবার Two-factor authentication অপশনে ক্লিক করুন এবং আপনার প্রোফাইল এর নাম দেখতে পাবেন।
- এখন আপনার নামের উপর ক্লিক করুন এবং আপনার পাসওয়ার্ড দিয়ে Continue বাটনে ক্লিক করুন।
- এবার How you get login codes একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি মোবাইল নাম্বার ও Additional method দুটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি মোবাইল নাম্বারের অপশনটাতে ক্লিক করুন। এবার Sms or Whatsapp অপশনে ক্লিক করে এটি অন করে দিন।
আরো পড়ুন: আপনার ফেসবুক একাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা তা জানার উপায়
ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনার ফেসবুকে লগইন করতে গেলে আপনার নাম্বারে একটি কোড দিবে। তারপর ওই কোড দিয়ে লগইন করতে হবে।
লগইন এলার্ট চালু – Login Alert
এবার আপনাকে দ্বিতীয় যে সেটিংস এর কথা বলব এটা হল লগ ইন অ্যালার্ট চালু। অপশনটিও একজন ফেসবুক ব্যবহারকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অপশনটি চালু করার ফলে অন্য কেউ তার ফেসবুক আইডিতে লগইন করলে ওই Login Alert টি তার মোবাইলে বা ইমেইলে পেয়ে যাবে। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- প্রথমে উপরের দেখানো নিয়ম অনুসরণ করে Facebook app থেকে সেটিংসে আসবেন। তারপর Accounts Center অপশনে আসুন।
- এবার Password and Security অপশনে আসুন।
- এবার Login Alert অপশনে ক্লিক করুন।
- এবার আপনি দুটি অপশন যেমন In-app Notifications এবং Email দেখতে পাবেন।
- এবার In-app Notifications অপশনে ক্লিক করে এটি চালু করে দিন। Email অপশনটি কিছু করতে হবে না। এটা অটোমেটিক্যালি চালু থাকবে।
প্রোফাইল লক চালু করা – Profile Lock
এটি আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডিটি লক করে রাখতে পারবেন। এটি করার ফলে আপনার ফেসবুক ফ্রেন্ড ব্যতীত অন্য কেউ আপনার প্রোফাইলে আসতে পারবে না বা আপনার কোন পোস্ট বা ছবি দেখতে পারবে না। চমৎকার এই লকটি যদি চালু করতে চান তাহলে নিচের দেখানো কাজগুলো করুন।
- প্রথমে ফেসবুক অ্যাপ থেকে Settings অপশনে আসুন।
- এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। এখান থেকে একটু নিচের দিকে থাকা Profile Locking অপশনে ক্লিক করুন।
- এবার Lock অপশনে ক্লিক করুন।
- এবার আপনার ফেসবুক প্রোফাইল লক হয়ে যাবে।
আরো পড়ুন: কিভাবে ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন করা যায় বিস্তারিত গাইডলাইন
শেষ কথা
একজন ফেসবুক ব্যবহারকারি হিসেবে একজন ব্যক্তির জন্য উপরে দেখনো সিকিউরিটি সেটিংসগুলো অবশ্যই চালু করা উচিৎ। কারন এই সেটিংস গুলো একটি ফেসবুক আইডিকে অনেক নিরাপত্তা প্রদান করবে। তাই প্রতিটি ব্যক্তির উচিৎ এই সেটিংস গুলো চালু রাখা। এতে করে তিনি তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।