আমাদের ফোনে অনেক সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে। যা আমাদের কাছে অনেক বিরক্তিকর মনে হয়। বিশেষ করে মেয়েদের জন্য এটি আরো বিরক্তিকর একটি বিষয়। তাই আমরা অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার উপায় জানার চেষ্টা করি। যাতে করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
বর্তমান মোবাইলের যুগে আমরা সবাই মোবাইল ব্যবহার করি। এই মোবাইল ব্যবহার করে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করে থাকি। এর ফলে আমাদের অনেক উপকার হয়ে থাকে। কিন্তু মাঝেমধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। এর মধ্যে একটি হল অপরিচিত নাম্বার থেকে কল আসা। অনেক সময় দেখা যায় বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে আমাদের সিমে কল আসে। এছাড়াও বিভিন্ন স্প্যাম কলও এসে থাকে। কিছু পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমরা চাইলে এসব বিরক্তিকর সিমের কল থেকে মুক্তি পেতে পারি।
এইসব আননোন বা স্প্যাম কল গুলো আমাদের জন্য অনেক বড় সমস্যার কারণও হতে পারে। অনেকে স্প্যাম কলের মাধ্যমে আমাদের মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে। শুধু তাই নয় আমাদের প্রাইভেসিও নষ্ট হতে পারে। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করব।
অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার উপায়
আপনি যদি আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে চান তাহলে আপনি দুটি উপায়ে অবলম্বন করতে পারেন। একটি হলো আপনার ফোনে থাকা সেটিংস এর মাধ্যমে। উন্নতি হল থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার মাধ্যমে। আপনি চাইলে যেকোনো একটি উপায় অবলম্বন করতে পারেন। এতে করে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। নিচে আমরা ধাপে ধাপে মোবাইল সেটিংস এবং বিভিন্ন অ্যাপস নিয়ে আলোচনা করব।
অপরিচিত কল ব্লক করার মোবাইল সেটিংস
প্রত্যেকের মোবাইলে কল সেটিংস রয়েছে। এই কল সেটিংস এ বিভিন্ন সেটিংস থাকে। অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার সেটিংস আপনার ফোনের কল সেটিং এ পেয়ে যাবেন। আপনি যদি আপনার ফোনে থাকা ডিফল্ট সেটিংস এর মাধ্যমে এই কাজটি করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনার ফোনে কল সেটিংসটি ওপেন করুন। এক একজনের ফোনে সেটিংস একেকরকম হতে পারে। তবে সবার ফোনে কল সেটিংস রয়েছে।
- কল সেটিংসে আসার পর আপনি আরো অনেক সেটিংস দেখতে পাবেন। এখান থেকে আপনি আননোন কলস, কল ব্ল্যাকলিস্ট, হ্যারেজমেন্ট ফিল্টার বা অন্য কোন সেটিংস পেতে পারেন।
- এই সেটিংস গুলোর যে কোন একটি সেটিংস যদি আপনার ফোনে থাকে এটাতে ক্লিক করুন। বিভিন্ন মোবাইল ভেদে এখানে আরো অনেক সেটিংস পেতে পারেন।
- আপনার পছন্দ অনুযায়ী সেটিংস গুলো চালু করে দিন।
- তাহলে আপনার ফোনে বন্ধ হয়ে গেল অপরিচিত নাম্বার থেকে কল আসা।
- এছাড়াও আপনার ফোনে থাকা কল ব্ল্যাকলিস্ট অপশনটি ব্যবহার করেও যেকোনো বিরক্তিকর নাম্বার ব্লক করে রাখতে পারবেন।
আপনি যদি ফিচার ফোন বা আইফোন ব্যবহার করে থাকেন তাতেও এই কাজটি করতে পারবেন। শুধুমাত্র সেটিংস গুলো ভিন্ন হতে পারে। তো সেটিংস গুলো খুঁজে নিয়ে এটি অন করে দিন। তাতেই আপনার কাজ হয়ে যাবে।
কল ব্লকার অ্যাপস – Call Blocker Apps
আপনি যদি আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে চান তাহলে ফোনের থাকা সেটিংস গুলো ছাড়াও বিভিন্ন অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আপনি এই সেটিংস গুলো চালু করে নিতে পারেন। বর্তমানে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো আপনাকে পেম বানানো নাম্বার থেকে কল আসা বন্ধ করে দিবে। এই পোস্টে আমি আপনাদের সাথে জনপ্রিয় কয়েকটি কল ব্লকার অ্যাপস নিয়ে আলোচনা করব। এখান থেকে যে কোন একটি অ্যাপস ব্যবহার করে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। এখানে আমি আপনাকে একটি অ্যাপসের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে বলে দিব। বাকি অ্যাপসগুলো আপনি চাইলে একই নিয়মে ব্যবহার করতে পারেন।
- Call Blacklist – Call Blocker App
আমি আপনাদেরকে যে অ্যাপসের ব্যবহারটি দেখাবো এটি হলো কল ব্ল্যাকলিস্ট – কল ব্লকার। এটি অনেক জনপ্রিয় কল ব্লকার অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করে দিতে পারবেন। এই voip spam blocker ব্যবহার করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে এই নামটি লিখে সার্চ করুন। তাহলে আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন। এবার এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিন। তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- ইনস্টল করা হয়ে গেলে একটু ওপেন করুন।
- এটি প্রথমবার ওপেন করতে গেলে কিছু সেটিংস চালু করে নিতে হবে। তাই অ্যাপসটি ওপেন করার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
- তারপর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কল ব্লকার অপশনে টিক মার্ক দিয়ে নিচে সেট এর ডিফল্ট বাটনে ক্লিক করুন।
- তারপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
- এবার আপনার অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং অ্যাপসটির উপরের অংশ নিচের ছবির মত দেখা যাবে।
- এখানে আপনি যদি অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসা বন্ধ করতে চান তাহলে Calls বাটন এর পাশাপাশি block unknown texts android এর জন্য SMS বাটনটি অন করে দিন।
- এবার ডান পাশে থাকা তীরের মত চিহ্নটিতে ক্লিক করুন।
- তাহলে আপনি নিচের মত অপশন গুলো দেখতে পাবেন। voip spam blocker সহ এই অপশনগুলোতে সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন। তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে।
আবার অ্যাপসের মধ্যে থাকা প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে যে কোন নাম্বার ব্লক করে রাখতে পারেন।
- Truecaller – ট্রুকলার
এটিও অনেক জনপ্রিয় একটি অ্যাপস। এই অ্যাপসটি ব্যবহার করে আপনি চাইলে আপনার ফোনে অপরিচিত নাম্বার, স্প্যাম কল ও আননোন নাম্বার থেকে কল আসা বন্ধ করে দিতে পারবেন। এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন কে আপনাকে কল করেছে। কারণ যারা ট্রুকলার ব্যবহার করেছে তাদের সবার নাম ট্রুকলার এ যুক্ত হয়ে যায়। তাই আপনার ফোনে যদি এই অ্যাপসটি ইন্সটল করা থাকে এবং কেউ যদি আপনাকে কল করে তাহলে ওই নাম্বার এর ব্যক্তির নাম জানতে পারবেন।
প্লে স্টোরে গিয়ে যদি ট্রুকলার লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি নিজেই দেখে নিতে পারবেন কত ব্যবহার করে রয়েছে এই অ্যাপসটির। এটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নেওয়ার পর ওপেন করুন। অ্যাপসটি প্রথমবার চালু করতে গেলে কিছু পারমিশন চালু করে দিতে হবে। এই পারমিশন গুলো চালু করে দিন। এবার সেটিংসে গিয়ে আননোন নাম্বার কল আসা বন্ধ করে দিন এবং stop scam।
- Hiya – হিয়া কল ব্লকার
এটি আরেকটি জনপ্রিয় অ্যাপস। এই অ্যাপসটি ব্যবহার করেও আপনি চাইলে আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে কম আসা বন্ধ করতে পারবেন। ট্রুকলার এপস এর মত এই অ্যাপসটিরও কাজ সেইম। তবে ট্রুকলার অ্যাপসে কিছু কাজ অতিরিক্ত রয়েছে। যাইহোক, আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোর থেকে এই অ্যাপস টি ইনস্টল করে নিন।
তারপর এটি ওপেন করুন। ওপেন করার পর যদি কোন পারমিশন চাই পারমিশন গুলো এলাউ করে দিন। তারপর এর সেটিংসে গিয়ে আননোন নাম্বার কল ব্লক চালু করে দিন।
আপনার জন্য কিছু টিপস
আপনার ফোনে যদি অপরিচিত কোন নাম্বার থেকে কল আসে এবং উক্ত নাম্বারটি যদি আপনার সন্দেহজনক মনে হয় তাহলে কলটি রিসিভ না করাই ভালো হবে। যদিও কলটি রিসিভ করে থাকেন এবং আপনার থেকে আপনার গুরুত্বপূর্ণ কোন পিন নাম্বার বা তথ্য জানতে চান তাহলে তা কোনভাবেই শেয়ার করবেন না। কারণ বর্তমানে ফেক ও স্প্যাম কলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উপসংহার বলতে পারি, মোবাইল প্রযুক্তির এই যুগে আপনার সুবিধার জন্য উপরের নিয়ম গুলো অনুসরণ করে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করে নিতে পারেন। যাতে বিরক্তিকর নাম্বার গুলো আপনাকে কল করতে না পারে বা আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে না পারে।