মোবাইল ফোন আপডেট হলো ডিভাইসের অপারেটিং সিস্টেমের উন্নত সংস্করণ। এই সংস্করণ ফোনের পারফরম্যান্স বাড়াতে, বাগ ফিক্স করতে এবং নতুন ফিচার যোগ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও mobile phone update করার ফলে মোবাইল ব্যবহারকারীর নিরাপত্তার উন্নতি হয়, ব্যাটারির কার্যক্ষমতা বাড়ে এবং ব্যবহারের ক্ষেত্রে আনে নতুন এক অভিজ্ঞতা।
প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। তাই এটি ব্যবহারের পাশাপাশি আমাদেরকে অনেক বিষয়ের উপর নজর রাখতে হয়। স্মার্টফোনের উপরোক্ত সুবিধা গুলো নিশ্চিত করার জন্য মোবাইল ডেভেলপাররা নিয়মিত এই সফটওয়্যার আপডেট প্রদান করে থাকে। কিন্তু অনেক ব্যবহারকারী মোবাইল ফোন আপডেট এর গুরুত্ব এবং সঠিকভাবে মোবাইল ফোন আপডেট করার নিয়ম জানেন না। অনেকে তো এটিকে গুরুত্বও দেয় না।
এই আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন mobile phone update এর ধারনা, আপডেট করার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিৎ এবং আপডেট করা নিয়মাবলী। কারন সঠিকভাবে মোবাইল সিস্টেম আপডেট করার উপায় জানা থাকলে আপনার ফোনটি আরো কার্যকরী এবং সুরক্ষিত রাখতে পারবেন।
ফোন আপডেট করলে কি হয়
মোবাইল ফোন আপডেট করলে কি হয় চলুন এ বিষয়ে একটু আলোচনা করি। আপনি যদি আপনার মোবাইল আপডেট করেন তাহলে আপনার ফোনের কর্মক্ষমতা এবং নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে। ধরুন, আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন যার এন্ড্রয়েড ভার্সন হলো ১০। এ অবস্থায় আপনি, ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া বা কিছু অ্যাপ সঠিকভাবে কাজ না করা ইত্যাদি সমস্যায় ভুগছেন। এই সমস্যাগুলো যদি আপনার উক্ত অ্যান্ড্রয়েড ভার্সনের হয়ে থাকে তাহলে এমন সমস্যাগুলোর সমাধান করার জন্য ডেভেলপাররা অ্যান্ড্রয়েড ভার্সন ১১ বা তার পরবর্তী সংস্করণে আপডেট রিলিজ করে।
নতুন এই আপডেট ইনস্টল করার পর আপনি দেখতে পাবেন আপনার mobile version change হয়ে গেছে। ফলে ফোনের ব্যাটারির স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে, ডিভাইস দ্রুত কাজ করছে। পাশাপাশি নিরাপত্তা জনিত বা উন্নত নোটিফিকেশন সিস্টেম সংক্রান্ত সুযোগ-সুবিধা যোগ হয়েছে। যার ফলে সাইবার আক্রমণের ঝুঁকিও কমে যায়। যেমন- ২০২২ সালে “Meltdown” এবং “Spectre” নামে পরিচিত নিরাপত্তা ত্রুটি থেকে সুরক্ষা দিতে গুগল এবং অ্যাপল তাদের ডিভাইসের জন্য সফটওয়্যার আপডেট দিয়েছিল। যারা এটি ইনস্টল করেননি তাদের ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকিতে ছিল। তাই মোবাইল আপডেট শুধু নতুন ফিচার নয়, বরং আপনার নিরাপত্তা ও ফোনের পারফরম্যান্স বৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।
ফোন আপডেট করার আগে করনীয়
মোবাইল ভার্সন আপডেট করার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। কারণ ভুলভাবে আপডেট করলে ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে। প্রথমত আপনার মোবাইলে থাকা ছবি বা দরকারি ফাইল বা ফোন নাম্বার এর ব্যাকআপ নিয়ে নিন। অনেক সময় ফোন আপডেটের ফলে ডিভাইসের ডেটা মুছে যেতে পারে বা সিস্টেম ক্র্যাশ হতে পারে। এজন্য আপনি চাইলে গুগল ড্রাইভ, ক্লাউড স্টোরেজ বা মেমোরি কার্ডে এগুলোর ব্যাকআপ নিতে পারেন। দ্বিতীয়ত আপনার ফোনে পর্যাপ্ত স্টোরেজ আছে কিনা তা নিশ্চিত করুন। কারণ আপডেট প্যাকেজ ইনস্টল করার জন্য অনেক সময় বেশি পরিমাণ মেমোরি প্রয়োজন হয়। স্টোরেজ কম থাকলে আপডেট সঠিকভাবে সম্পন্ন হবে না।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাটারির চার্জ ৫০% বা তার বেশি থাকা উচিত। কারণ আপডেটের সময় আপনার ফোনের কম চার্জ থাকার কারণে হঠাৎ বন্ধ হয়ে গেলে সিস্টেমের ক্ষতি হতে পারে। এছাড়াও মোবাইলের ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই ওয়াই-ফাই ব্যবহার করাই ভালো।
ফোন আপডেট করার নিয়ম – How To Update Mobile Phone
উপরের সকল আলোচনা থেকে আশা করি আপনি ফোন আপডেট করার কারণ ও আপডেট পূর্ববর্তী করণীয় কাজগুলো সম্পর্কে ধারনা পেয়েছেন। চলুন এবার জেনে নিই ফোন কিভাবে আপডেট দেয়। আপনার ফোন আপডেট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- আপনার ফোনের Settings অপশন যান।
- সেটিংস অপশন থেকে About Phone বা System সেকশনে যান এবং Software Update অপশন বের করে নিন।
- এবার এখান থেকে Check for Updates অপশনে ক্লিক করুন। তাহলে এটি অটোমেটিক আপডেট খুঁজতে থাকবে। যদি নতুন আপডেট পাওয়া যায় তাহলে আপনাকে স্ক্রিনে দেখাবে।
- নতুন আপডেট পাওয়া গেলে Download অপশনে ক্লিক করুন।
- ডাউনলোড সম্পন্ন হলে Install Now বা Install and Restart অপশন নির্বাচন করুন।
- আপডেটটি ইনস্টল হওয়ার সময় ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে। এর আগে আপনি কোনভাবে এটি বন্ধ করতে পারবেন না। এতে করে আপডেটে বিঘ্ন ঘটবে।
নতুন আপডেট ইনস্টল হয়ে যখনই আপনার ফোন রিস্টার্ট হয়ে চালু হবে তখন থেকে আপডেটটি মোবাইলে সেট হয়ে যাবে। অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে সব ব্যবহার করতে পারবেন।
আপডেট পরবর্তী করণীয়
আপনার mobile version update করা হয়ে গেলে এবার আপনাকে আপনার ফোনের বিভিন্ন দিক খেয়াল রাখতে হবে। আপনার ফোন ক্রাস করছে কিনা। ফোনে থাকা অ্যাপসে কোন প্রবলেম হচ্ছে কিনা, মোবাইলের স্পিড স্লো হয়ে গেল কিনা, ব্যাটারীতে চার্জার পরিমাণ কম থাকছে কিনা। এসব বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ অনেক সময় আপডেট দেওয়ার কারনে ফোনের কিছু প্রবলেম হতে পারে। তবে এরকম তেমন একটা হয় না। যদিও হয়ে থাকে আপনি চাইলে এটি সমাধান করে নিতে পারবেন। এর জন্য ফোনে থাকার সেটিংস অপশনে গিয়ে আপনার ফোনটি রিসেট করে নিন। তাহলে আবার আগের মত হয়ে যাবে।
শেষ কথা
বর্তমান সময়ে যেহেতু মোবাইল আমাদের জীবনের একটি অংশ সেহেতু এটি আপডেট থাকা অত্যন্ত জরুরি। তাই ফোনের আপডেট করাটা অবশ্যই দরকার একটি কাজ। এছাড়াও আপনার ফোনের আপডেটের কারণে অ্যান্ড্রয়েড mobile version change হয়ে যেতে পারে। এতে করে আপনি নতুন ভার্সনের সকল ফিচার উপভোগ করতে পারবেন। আশা করি পোস্টটি আপনার কাজে আসবে।