ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারীর আইডি বা প্রোফাইল ও একাউন্টের সত্যতা যাচাই করে এবং একটি ব্লু টিক প্রদান করে। যেটাকে ভেরিফাইড বেজ বলা হয়। এটি এজকন ইউজারের বিশ্বাসযোগ্যতা ও পরিচিতি নিশ্চিত করে। যা অন্যদের কাছে আপনার অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে সহায়ক হবে। এছাড়াও facebook profile verified থাকার ফলে আপনার fb প্রোফাইল বা পেজের প্রতি দর্শকদের আস্থা বৃদ্ধি পায়। বিশেষ করে, ব্যক্তিগত ব্র্যান্ড, ব্যবসা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ।
Facebook account verification মূলত প্রোফাইল, পেজ এবং কিছু ক্ষেত্রে গ্রুপের জন্য প্রযোজ্য। এক কথায় বলতে গেলে এটি ব্যক্তিগত প্রোফাইলের আসল পরিচিতি নিশ্চিত করে, পেজের ক্ষেত্রে এটি সেই ব্যবসা, ব্র্যান্ড বা সংগঠনের সত্যতা প্রমাণ করে এবং গ্রুপের ক্ষেত্রে এটি গ্রুপ পরিচালকের বৈধতাকে প্রতিষ্ঠিত করে। ভেরিফাইড ব্যাজ অর্থাৎ ব্লু টিক দেখানোর উদ্দেশ্য হলো, এটি অন্য ফেসবুক ইউজারদের জানায় যে উক্ত প্রোফাইল, পেজ বা গ্রুপটি আসল এবং নির্ভরযোগ্য। ফেসবুকের এই ফিচারটি বিশেষ করে সেলিব্রিটি, পাবলিক ফিগার, ব্র্যান্ড এবং গুরুত্বপূর্ণ সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফেসবুক আইডি ভেরিফিকেশনের সুবিধা
Facebook profile verified তথা ব্লু বেজ একটিভ করলে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বেশ কিছু সুবিধা রয়েছে। চলুন এক নজরে এ সকল সুযোগ-সুবিধা সম্পর্কে একটু ধারণা নিই।
১. আইডির নিরাপত্তা
ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশনের সবচেয়ে বড় সুবিধা হল আইডির নিরাপত্তা। সাধারণত যে সকল ফেসবুক আইডি ভেরিফাই করা থাকে সেগুলোর নিরাপত্তা অনেক বেশি থাকে। এসব আইডি গুলোকে ফেসবুক অনেক গুরুত্ব দিয়ে থাকে।
২. বিশ্বাসযোগ্যতা
ফেসবুক ভেরিফাইড একাউন্ট এর মাধ্যমে আপনার প্রোফাইল বা পেজের প্রতি ভিজিটরদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। এছাড়াও একটি ভেরিফাইড অ্যাকাউন্টকে ফেসবুকও বিশ্বসযোগ্য বলে বিবেচনা করে। শুধু তাই নয় এটি অন্যদের চোখে একজন ব্যক্তিকে আরও পেশাদার এবং বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করে।
৩. আসল একাউন্ট বলে বিবেচনা
Blue tick বা ভেরিফাইড ব্যাজ থাকা মানে একটি আইডি বা পেজ আসল বলে বিবেচিত হয়। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ভেরিফাইড করা থাকে তাহলে আপনার আইডিও এমন আসল বলে মনে হবে অন্য ইউজারদের কাছে।
৪. আইডির প্রাধান্য বৃদ্ধি
সাধারণত একটি ফেসবুক ভেরিফাইড একাউন্ট বা পেজ facebook অ্যালগরিদমে অগ্রাধিকার পায়। ফলস্বরূপ উক্ত একাউন্টের কন্টেন্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছায়। তাই এটি ব্যক্তিগত ব্র্যান্ড, ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রসার ঘটাতে অনেকাংশে সাহায্য করে।
৫. অতিরিক্ত সুবিধা প্রাপ্তি
একটি facebook profile verified অ্যাকাউন্টের মালিক ফেসবুক থেকে অতিরিক্ত কিছু সুবিধা পেয়ে থাকে যা সাধারণ একাউন্টের ক্ষেত্রে পাওয়া যায় না।
৬. পেশাদারিত্বের বাহন
ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন করা মানে অন্যান্য ব্যবহারকারীর কাছে মনে হবে আপনি একজন পেশাদার ব্যক্তি বা ব্র্যান্ড। এটি বিশেষ করে সেলিব্রিটি, পাবলিক ফিগার, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর জন্য অত্যন্ত কার্যকর।
৭. পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি
আপনার আইডি বা পেজ ভেরিফাইড হলে তা দর্শকদের কাছে আপনার কাজ বা ব্র্যান্ড সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে। এটি আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক পরিচিতি আরও জোরদার করে।
আরো পড়ুন: আপনার ফেসবুক একাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা তা জানার উপায়
ফেসবুক আইডি ভেরিফিকেশন শুধুমাত্র একটি ব্লু টিক পাওয়ার জন্য নয়, এটি একজন ব্যক্তির পরিচিতি, বিশ্বাসযোগ্যতা এবং দর্শকদের আস্থা বাড়ানোর একটি কার্যকর পদ্ধতি। আপনি যদি একজন পাবলিক ফিগার, ব্যবসায়ী বা একটি ব্র্যান্ড হয়ে থাকেন, তাহলে ফেসবুক ভেরিফিকেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার পরিচিতি এবং কাজকে আরও সহজ করতে সহায়তা করবে।
ফেসবুক আইডি ভেরিফিকেশন প্রক্রিয়া – Facebook Profile Verified
চলুন এবার জেনে নেই কিভাবে ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন করার নিয়ম। ফেসবুক আইডি ভেরিফিকেশন করার জন্য আপনাকে কয়েকটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। ভেরিফিকেশনের কাজটি সহজ হলেও সঠিক তথ্য ও ডকুমেন্ট প্রদানসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। নিচে ধাপে ধাপে ভেরিফিকেশন প্রক্রিয়া আলোচনা করা হলো।
১. প্রয়োজনীয় শর্তাবলী
ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফিকেশন করার পূর্বে আপনাকে কিছু সত্য পূরণ করতে হবে। তাহলেই আপনার ফেসবুক ভেরিফিকেশন সম্পন্ন হবে।
- আপনার প্রোফাইল বা পেজে প্রকৃত নাম এবং সঠিক তথ্য থাকতে হবে।
- প্রোফাইল, পেজ বা গ্রুপটি অবশ্যই সক্রিয় হতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে।
- সঠিক ডকুমেন্ট যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রস্তুত রাখতে হবে।
২. ভেরিফিকেশন কাজের ধাপ
উপরে প্রদত্ত শর্তগুলো ঠিক থাকলে আপনাকে ফেসবুক সেটিংস এসে fb account verification এর জন্য কাজ করতে হবে। নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন।
- আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে লগ ইন করুন।
- এবার উপরে ডান পাশে থাকা আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন।
- এবার Settings অপশন এর নিচে Professional Access অপশনে ক্লিক করুন। তাহলে Meta Varified একটি অপশন দেখতে পাবেন এবং এটাতে ক্লিক করুন।
- এবার আপনাকে কিছু ফিচার দেখাবে এবং নিচে বলা থাকবে Unlock Benefits। এটাতে ক্লিক করুন।
- এবার আপনার মান্থলি ফি এর পরিমাণ দেখাবে। এখানে মাসিক ফি এর পরিমাণ ৯৬০ টাকা। তবে প্রথম মাসের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া থাকতে পারে। এবার Continue বাটনে ক্লিক করুন।
- এবার আপনাকে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড যুক্ত করতে হবে। এর জন্য নিচে আপনি কার্ডের তথ্য যোগ করার একটি অপশন দেখতে পাবেন।
- এগুলো করার পর Subscribe বাটনে ক্লিক করুন।
- এবার আপনার পাসওয়ার্ড দিয়ে Continue করুন।
- এবার আপনাকে আপনার নাম ও ছবি সঠিক কিনা দেখাবে। যদি সঠিক হয় তাহলে Continue বাটনে ক্লিক করুন।
- সবকিছু কনফার্ম করার পর নিচে থাকা Submit বাটনে ক্লিক করুন।
- এবার আপনার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট সিলেক্ট করে উক্ত ডকুমেন্ট সাবমিট করুন।
- তাহলে আপনার এই facebook account verification request ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিভিউয়ের জন্য যাবে। সবকিছু ঠিক থাকলে কিছু সময় পর তারা আপনার প্রোফাইল ভেরিফাই করে দিবে।
শেষ কথা
আশা করি বুঝতে পেরেছেন ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আপনার প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করে। উপরে উল্লেখিত ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে খুব সহজেই নিজে নিজে আপনার ফেসবুক আইডি ভেরিফাইড করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে, ফেসবুক সবসময় আপনার সঠিক তথ্য চাইবে। তাই আপনার উচিৎ সব তথ্য সঠিকভাবে দেওয়া। আপনি যদি এ বিষয়ে কোনো সমস্যা বা জটিলতায় ভুগেন তাহলে ফেসবুকের হেল্প সেন্টার থেকে সহযোগিতা নিতে পারেন।