বর্তমান সময়ে গুগল ম্যাপ আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য উপাদান। এটি আমাদের পথ প্রদর্শন করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, রেস্টুরেন্ট এবং গুরুত্বপূর্ণ স্থানের তথ্য খুঁজে পেতে সাহায্য করে। অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ লোকেশন আমারা গুগল ম্যাপে পাই না। এ ধরনের সমস্যার সমাধান করতে গুগল ম্যাপে লোকেশন যোগ করার সুবিধা রয়েছে।
লোকেশন যুক্ত করার নিয়ম – How To Add Location in Google Map
এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে গুগল ম্যাপে লোকেশন যোগ করতে হয়। এটি করার জন্য প্রতিটি ধাপই এখানে আলোচনা করা হয়েছে। যেকোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান খুব সহজেই google map location add করতে পারে এবং এটি অন্যান্য ব্যবহারকারীদের জন্য আরো কার্যকর করে তুলবে। এই পোষ্টের মাধ্যমে আমরা দেখাবো আপনি কিভাবে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে গুগল ম্যাপে যেকোনো লোকেশন যুক্ত করবেন।
কম্পিউটার দিয়ে গুগল ম্যাপে লোকেশন এড করা
আপনি যদি কম্পিউটার ব্যবহার করে গুগল ম্যাপে আপনার বাড়ির ঠিকানা বা অফিসের ঠিকানা যোগ করতে চান তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। এগুলো অনুসরণ করলে আপনি খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন।
১. কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার থেকে গুগল ম্যাপ এর ওয়েবসাইটে যান।
২. এখন গুগল ম্যাপের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
৩. গুগল ম্যাপের ওয়েবসাইটের উপরের বাম দিকে থাকা তিনটি লাইনের আইকনের উপর ক্লিক করুন।
৪. তাহলে আপনি কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে Add a missing place অপশনটি ক্লিক করুন।
৫. তাহলে আপনি একটি ফর্ম দেখতে পাবেন। এবার আপনাকে উক্ত ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্ম এর মধ্যে আপনি নিচের অপশন গুলো পাবেন এবং যথাযথভাবে এগুলো ফিলাপ করুন।
- নাম: এখানে আপনি যে লোকেশনটি যুক্ত করতে চান তার নাম দিয়ে দিন। যদি আপনার বাড়ির ঠিকানা যোগ করতে চান তাহলে বাড়ির নাম দিয়ে দিন, প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের নাম দিন।
- ক্যাটেগরি: দ্বিতীয় যে ঘরটি পাবেন তা হল ক্যাটাগরি। এই ক্যাটাগরি বক্সে আপনাকে দিতে হবে আপনার ঠিকানাটি কোন ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ এটি কোন বাড়ি নাকি কোন প্রতিষ্ঠান।
- ঠিকানা: তিন নাম্বার ঘরে আপনাকে উক্ত লোকেশন এর সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। এখানে সঠিক ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন।
- ম্যাপে মার্ক করুন: আপনার ঠিকানা দেওয়ার পর আপনাকে নিচে একটি ম্যাপের মধ্যে উক্ত ঠিকানা দেখাবে। এবার আপনার কাজ হলো ম্যাপের পয়েন্ট টি সঠিক স্থানে বসানো।
- অতিরিক্ত তথ্য যোগ করুন: এবার নিচে নামলে দেখতে পাবেন অতিরিক্ত তথ্য যোগ করার একটি অপশন রয়েছে। এখানে আপনি কাজের সময়, ফোন নম্বর, ওয়েবসাইট ইত্যাদি তথ্য দিতে পারেন। এগুলো চাইলে স্কিপ করে যেতে পারেন।
- সাবমিট করুন: সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর “Submit” বাটন ক্লিক করুন।
আপাতত আপনার কাজ এখানেই শেষ। এবার গুগল আপনার প্রদত্ত তথ্য যাচাই করে লোকেশনটি অনুমোদন করবে এবং হয়ে যাবে গুগল ম্যাপ লাইভ লোকেশন। উপরে দেখানো এই ধাপগুলো অনুসরণ করলেই সহজেই আপনি কম্পিউটার দিয়ে google map location add করতে পারবেন।
মোবাইল দিয়ে গুগল ম্যাপে লোকেশন যুক্ত করা
উপরের দেখানো হয়েছে কিভাবে আপনি কম্পিউটার দিয়ে গুগল ম্যাপে লোকেশন যুক্ত করা যায়। এবার আমরা দেখে নিব কিভাবে মোবাইল দিয়ে এ কাজটি করবেন। মোবাইল দিয়ে আপনি যদি এই কাজটি করতে চান তাহলে উপরের নিয়ম গুলো অনুসরণ করলেই হবে। কারণ এখানে প্রায় একই সবকিছু। শুধুমাত্র একটি জায়গায় পরিবর্তন আছে। আমি নিচে ধাপগুলো আবার বলে দিচ্ছি।
১. আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করুন।
২. যদি আগে লগইন করা না থাকে তাহলে গুগল ম্যাপে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন যদি আগে থেকে করা না থাকে।
৩. এখন গুগল ম্যাপের নিচের দিকে থাকা প্লাস আইকন অর্থাৎ কন্ট্রিবিউট বাটনে ক্লিক করুন।
৪. এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।এখান থেকে “Add place” অপশন সিলেক্ট করুন। এখানে ক্লিক করে আপনি নতুন প্লেস এড করতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনি ও একটি ফরম পাবেন। নিচে ফার্মে বিষয়বস্তুগুলো উল্লেখ করা হলো।
- নাম: আপনি যে লোকেশনটি যুক্ত করতে চান তার নাম এখানে দিয়ে দিন।
- ক্যাটেগরি: নামের পরে রয়েছে ক্যাটেগরি। এখানে আপনার লোকেশনের ধরন নির্বাচন করুন যেমন- দোকান, রেস্টুরেন্ট, হাসপাতাল ইত্যাদি।
- ঠিকানা: এবার আপনার লোকেশন এর একটি সঠিক ঠিকানা দিন
- ম্যাপে মার্ক করুন: ঠিকানা দেওয়ার পর নিচে আপনাকে ম্যাপের মধ্যে ওই ঠিকানা দেখাবে। এখানে আপনি এক্সাক্ট লোকেশন অনুযায়ী ম্যাপ টি পয়েন্ট করে দিন।
উপরে দেখানোর নিয়ম অনুসারে এখানেও অতিরিক্ত বিষয় যোগ করার জন্য অপশন পাবেন আপনার ইচ্ছা অনুযায়ী এই তথ্যগুলো দিয়ে সাবমিট করে দিন। সবকিছু ঠিক থাকলে গুগল যাচাই করার পর আপনার ম্যাপ টির অনুমোদন দিয়ে দিবে।
এভাবে আপনি খুব সহজে কোন একটি মিসিং প্লেস বা নিজের বাসার ঠিকানা বা ব্যবসার লোকশন গুগল ম্যাপে যুক্ত করে দিতে পারেন। এতে করে আপনার লোকেশন সম্পর্কে যে কেউ ধারণা পাবে। এছাড়াও আপনি উক্ত লোকেশন এর কিছু ছবি ও দিতে পারেন।