বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি। আর এই ওয়েবসাইট গুলো ভিজিট করার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্রাউজার যেমন- গুগল ক্রোম, মজিলা, অপেরা মিনি ইত্যাদি ব্যবহার করে থাকি। আবার কিছু কিছু ওয়েবসাইট যেমন- ফেসবুক, জিমেইলসহ আরো অন্যান্য গুরুতাবপূর্ণ কিছু ওয়েবসাইট ব্যবহার করার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন তথা সাইন আপ করতে হয়।
পরবর্তীতে সাইন আপ করার সময় আমাদের দেওয়া ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে উক্ত সাইটগুলোতে আমরা লগইন করে থাকি। আর লগইন করতে গিয়ে আমরা আমাদের ব্রাউজারে পাসওয়ার্ড গুলো ইউজারনেমসহ সেভ করে রাখি। পরবর্তীতে আমরা যখন চাই এই saved password গুলো বের করে নিতে পারি। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব গুগলে সেভ করা পাসওয়ার্ড কিভাবে দেখবো।
ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করার সুবিধা
আপনি যদি ব্রাউজারে কোন পাসওয়ার্ড ইউজারনেমসহ সেভ করে রাখেন তাহলে আপনি কিছু সুবিধা ভোগ করতে পারবেন। যেমন- আপনি যখন কোন সাইটে প্রবেশ করবেন এবং লগইন করার প্রয়োজন পড়বে তখন সেভ করা ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে সাথে সাথে লগইন করে নিতে পারবেন। এর জন্য আপনাকে বারবার পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা পোহাতে হবে না। যার ফলে আপনি খুব সহজে খুব দ্রুত সময়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।
কিভাবে কোন ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করবেন
যদিও আমরা সবাই কিভাবে কোন ব্রাউজারে একটি ওয়েবসাইটে লগইন করা পাসওয়ার্ড সেভ করতে হয় তা জানি। এরপরও আমি আরেকটু বলে দিচ্ছি। এতে করে যারা জানেন না তাদের জন্য উপকার হবে। ধরুন, আপনি ফেসবুকে লগইন করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে। আপনি যখন ফেসবুকে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন এবং তখন আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে যে আপনি আপনার পাসওয়ার্ডটি সেভ করতে চান কিনা। এখানে আপনি শুধুমাত্র সেভ বাটনে বা ওকে বাটনে ক্লিক করলে আপনার উক্ত সাইটের পাসওয়ার্ড ও ইউজারনেম বা ইমেইল আইডি সহ সেভ হয়ে যাবে। এভাবেই মূলত আমরা যেকোনো সাইটের পাসওয়ার্ড কোন একটি ব্রাউজারে সেভ করে রাখতে পারি।
ব্রাউজার থেকে সেভ করা পাসওয়ার্ড বের করার নিয়ম
চলুন এবার জেনে নিই কিভাবে আপনি যে কোন ব্রাউজার থেকে saved password গুলো বের করে নিবেন। আমি এখানে আপনাকে গুগল ক্রোম ও মজিলা ফায়ারপক্স ব্রাউজারের নিয়ম দেখিয়ে দিচ্ছি। এই দুইটা জানতে পারলে অন্য ব্রাউজারের গুলোও বের করতে পারবেন। আশা করি এগুলো অনুসরণ করে খুব সহজে আপনার ব্রাউজারে সেভ করা সকল একাউন্টের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন।
গুগল ক্রোমে সেভ করা পাসওয়ার্ড বের করা – chrome browser save password
আমরা বেশিরভাগ সময় কোন সাইট ব্রাউজ করার জন্য গুগল ক্রোম ব্যবহার করে থাকি। আর আপনি যদি chrome browser save password গুলো জানতে চান তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনার ফোনে থাকা google chrome অ্যাপসটি ওপেন করুন
- গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পর উপরে ডান পাশে যে তিনটি বিন্দু আছে এগুলোতে ক্লিক করুন।
- এবার আপনি কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে Settings অপশনে আসুন।
- সেটিংসে আসার পর Google password manager নামে একটি অপশন দেখতে পাবেন এবং এটাতে ক্লিক করুন
- এবার আপনি গুগল ক্রোম থেকে যেসব ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করেছেন বা লগইন করেছেন সবগুলোর লিস্ট দেখাবে। এখান থেকে আপনি যে ওয়েবসাইটের পাসওয়ার্ড বের করতে চান ওই ওয়েবসাইটের উপর ক্লিক করুন।
- এবার আপনাকে সিকিউরিটির স্বার্থে আপনার ফোনের পিন নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার ফোনের পিন লক বা প্যাটার্ন লক দিতে হবে।
- এবার আপনি ওই সাইটের ইউজার নেম ও পাসওয়ার্ড দেখতে পাবেন। তবে পাসওয়ার্ড সরাসরি দেখা যাবে না। এর জন্য পাশের চোখের মত আইকনের উপর ক্লিক করুন। তাহলে আপনি উক্ত পাসওয়ার্ড দেখতে পাবেন
আপনি উপরের ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই গুগল ক্রোমে saved password গুলো বের করে নিতে পারবেন।
মজিলা ব্রাউজার থেকে Saved Password বের করা
উপরে আমরা দেখেছি কিভাবে গুগলে সেভ করা পাসওয়ার্ড বের করে নিতে হয়। চলুন এবার জেনে নিই কিভাবে আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে saved password গুলো বের করবেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন।
- এবার ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরে ডানপাশে যে তিনটি বিন্দু আছে এই তিনটি বিন্দুতে ক্লিক করুন।
- এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে Passwords নামে অপশনে ক্লিক করুন।
- এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে আপনার ফোনের পিন বা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করে এই অপশনটিতে ঢুকতে হবে।
- ফিঙ্গারপ্রিন্ট বা পিন দেয়ার পর আপনি এই ব্রাউজার ব্যবহার করে যে সকল সাইটে লগইন করেছেন এবং পাসওয়ার্ড সেভ করেছেন সেগুলো দেখাবে।
- এবার উক্ত লিস্ট থেকে আপনি যে সাইটের পাসওয়ার্ড বের করতে চান তার উপর ক্লিক করুন।
- তাহলে আপনি পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তবে পাসওয়ার্ডটি সরাসরি দেখা যাবে না। পাসওয়ার্ডের পাশে থাকা চোখের মতো আইকনটিতে ক্লিক করলে পাসওয়ার্ডটি দেখা যাবে।
এভাবেই আপনি খুব সহজে মজিলা ফায়ারফক্সে এর মাধ্যমে মোবাইলে সেভ করা পাসওয়ার্ড গুলো খুব সহজে বের করে নিতে পারবেন।
শেষ কথা
উপরের দেখানোর নিয়ম গুলো অনুসরণ করে আপনি খুব সহজে যেকোন মোবাইলে ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড গুলো বের করে নিতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে, আপনি যখন এ পাসওয়ার্ডগুলো বের করবেন এগুলো যাতে অন্য কেউ না দেখে। নয়তো তারাও এ পাসওয়ার্ডগুলো জেনে যেতে পারে। আশা করি টিপস আপনার কাজে আসবে এবং আপনার ইন্টারনেটের ব্যবহারকে আরও সহজ করে তুলবে।