ফেসবুকে কিভাবে নিজের বা প্রিয়জনের একটিভিটি চেক করবেন

ফেসবুক হল বর্তমানের জন্য অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা সবাই কমবেশি ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুকে আমরা লাইক, কমেন্ট, শেয়ার যা কিছুই করি না কেন সবগুলো রেকর্ড হিসেবে থেকে যায়। এই রেকর্ড দেখে আমরা পরবর্তীতে চাইলে এই লাইক বা কমেন্টগুলো চেক করে নিতে পারি বা কোন কিছু ডিলিট করার প্রয়োজন হলে তাও করতে পারি।

এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুকের অ্যাক্টিভিটি চেক করা যায়। আপনি নিজের ফেসবুকে অ্যাক্টিভিটি চেক করার পাশাপাশি অন্যের ফেসবুকে একটিভিটিও চেক করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্যের ফেসবুক ইমেইল ও পাসওয়ার্ড জানতে হবে। এই ফেসবুক টিপসটি সম্পূর্ণ শেখার উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করা। কারো ক্ষতির উদ্দেশ্যে বা কারো অনুমতি ছাড়া অন্যের এক্টিভিটি চেক করবেন না।

ফেসবুক একটিভিটি চেক করার উপায়

আপনি যদি আপনার ফেসবুক অ্যাক্টিভিটি চেক করতে চান তাহলে খুব সহজে এটি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে নিচের দেখানো ধাপগুলো অনুসরণ করতে হবে।

ফেসবুক এক্টিভিটি লগ সেটিংস
ফেসবুক এক্টিভিটি লগ সেটিংস
  • প্রথমে আপনার ফেসবুক অ্যাপ টি ওপেন করুন এবং আপনার facebook account login করুন।
  • এবার ডানপাশে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন।
  • এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।
  • এখান থেকে নিচের দিকে চলে আসুন এবং Settings & Privacy অপশনে ক্লিক করুন।
  • এখান থেকে Settings এ ক্লিক করুন।
  • সেটিংসে আসার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।
  • এই অপশনগুলো থেকে একটু নিচের দিকে Your Activity সেকশনে Activity Log নামে একটি অপশন দেখতে পাবেন।
  • এক্টিভিটি লগ অপশনে ক্লিক করুন।
  • এবার উপরের দিকে দেখুন Active History নামে একটি অপশন আছে। এটাতে ক্লিক করুন।

আরো পড়ুন:

ফেসবুকের গুরুত্বপূর্ণ ৩টি সিকিউরিটি সেটিংস যা সবার চালু করা উচিৎ

আপনার ফেসবুক একাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা তা জানার উপায়

এবার আপনি Active History অপশনে ক্লিক করার পর আপনি ফেসবুকে যা কিছু করেছেন অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার, ফ্রেন্ড রিকুয়েস্ট ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এখানে তারিখ অনুযায়ী সব সাজানো থাকে। এছাড়াও আপনি চাইলে প্রতিটা টপিক আলাদা আলাদা চেক করতে পারবেন। নিচে আমি এগুলো বিস্তারিত আলোচনা করছি।

Activity Log এর টপিকসমূহ

আপনি চাইলে Active history অপশন থেকে তারিখ অনুযায়ী আপনার সকল এক্টিভিটি একসাথে দেখতে পারবেন। তবে আপনি যদি প্রতিটা টপিক অর্থাৎ লাইক, কমেন্ট, ফ্রেন্ডস, ফলোয়ারস সার্চ হিস্টোরি ইত্যাদি আলাদাভাবে চেক করতে চান তাহলে নিচে যে অপশন গুলো রয়েছে এগুলো থেকে সবকিছু আলাদাভাবে দেখে নিতে পারবেন।

এক্টিভিটি লগের টপিক
এক্টিভিটি লগের টপিক

ফেসবুক এক্টিভিটি – Your Facebook Activity

Your facebook activity এই অপশনে অনেকগুলো কাজ রয়েছে। আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে Comments & Reaction নামে আরেকটি অপশন দেখতে পাবেন। আবার এটার নিচে Manage নামে একটি অপশন দেখতে পাবেন। এই ম্যানেজ অপশনে ক্লিক করলে আপনি কত তারিখে কোথায় লাইক বা রিয়েক্ট এবং কমেন্ট করেছেন তা দেখতে পাবেন।

ঠিক একইভাবে এখানে আপনি Post অপশন থেকে কোথায় পোস্ট করেছেন, You’re Tagged অপশন থেকে আপনাকে কোথায় ট্যাগ করা হয়েছে, Saved অপশন থেকে আপনি কোনটি ফেসবুকে সেভ করেছেন, Message অপশন থেকে আপনি কাকে মেসেজ করেছেন বা কে আপনাকে মেসেজ করেছে এগুলো সব দেখতে পাবেন। এছাড়াও এই সেকশনে রয়েছে রিল হিস্ট্রি, স্টোরি হিস্ট্রি, ফেসবুক গ্রুপ ও পেজ হিস্ট্রি সহ আরো অন্যান্য হিস্ট্রি।

ব্যক্তিগত তথ্য – Personal Information

এই সেকশনে রয়েছে আপনি কখন আপনার পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করেছেন বা পার্সোনাল ইনফরমেশনে কি করেছেন তার হিস্ট্রি থাকবে। এছাড়াও আপনি কোন জিনিসগুলো সেভ করেছিলেন তাও দেখা যাবে এখান থেকে।

সংযোগ – Connection

কানেকশন সেকশনে রয়েছে আপনার ফ্রেন্ডস ও ফলোয়ার সম্পর্কিত সকল হিস্ট্রি। অর্থাৎ আপনি কখন কাকে ফলো করেছেন বা আপনাকে কে কখন ফলো করেছে এবং আপনি কাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন বা কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এই সংক্রান্ত সকল তথ্য আপনি এখানে পাবেন।

নিরাপত্তা এবং লগইন তথ্য – Security & Login Information

এই সেকশনে রয়েছে আপনি কখন কোথায় লগইন করেছেন বা আপনার ফেসবুক একাউন্টে কোন কোন ডিভাইসে লগইন করা হয়েছে। অর্থাৎ এই অপশন এর মাধ্যমে আপনি আপনার লগইন সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন।

অ্যাপস & ওয়েবসাইট অফ – Apps & Websites Off of Facebook

এই সেকশনের মাধ্যমে আপনি জানতে পারবেন কখন কোন লিংকে আপনি ক্লিক করেছিলেন এবং কোন অ্যাপসটি আপনি ফেসবুক একাউন্ট থেকে ব্যবহার করেছেন। অর্থাৎ এই সেকশনের মাধ্যমে আপনার ওয়েবসাইট এবং এপস এর হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন।

লগড তথ্য – Logged Information

লগড ইনফরমেশন এর মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন আপনার সার্চ হিস্ট্রি। অর্থাৎ আপনি কখন কোন জিনিসটি সার্চ করেছিলেন। এছাড়াও আপনি আপনার লোকেশন সংক্রান্ত হিস্ট্রিও এখানে দেখতে পারবেন।

এভাবে আপনি আপনার ফেসবুক এক্টিভিটি খুব সহজে চেক করে নিতে পারবেন। এতে করে আপনি বুঝতে পারবেন কোথায় কি করেছিলেন। এছাড়াও এই অ্যাক্টিভিটি চেক এর মাধ্যমে আপনি চাইলে ফেসবুকে গুরুত্বপূর্ণ কোন কিছু হারিয়ে ফেললে আবার বের করে নিতে পারবেন।

শেষ কথা

Facebook Activity হ্যালো ফেসবুকের এমন একটি সেটিংস বা ফিচার যা একজন ব্যবহারকারীকে তার সকল এক্টিভিটি সম্পর্কে ধারণা দেয়। এতে করে একজন ব্যক্তি যদি অনুপযুক্ত কোন কাজ করে থাকে তা এখানে চেক করে ঠিক করে নিতে পারবেন। এই ফেসবুক টিপসটি আপনার কাজে আসবে। যদি কোন বিষয়ে জানার থাকে এই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন। যেকোনো সময় যেকোন টিপস পেতে আমাদের বাংলায় প্রযুক্তি ব্লগে (BanglaiProjukti Blog) ভিজিট করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *