কিভাবে এক সিমের কল অন্য সিমে আনা যায় তা অনেকে জানতে চান। তবে অনেকেই বুঝতে পারেন না আসলে এটি করা যায় কিনা। বাস্তবতা হচ্ছে হ্যাঁ, এটি করা যায়। এ পোস্টেই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এটি করা যায় মূলত কল ফরওয়ার্ডিং এর মাধ্যমে যা এক ফোন থেকে অন্য ফোনে কল ট্রান্সফার করে। call forwarding কি তা জানার জন্য এই পোস্টটি সম্পূর্ণ পড়ে নিন।
কল ফরওয়ার্ডিং মানে কি
এটি এক ধরনের ফোন কল সেটিং। এই কল ফরওয়ার্ডিং আবার Call divert নামেও পরিচিত। সাধারন অর্থে ফরওয়ার্ড এর অর্থ হল সামনের দিকে অগ্রসর হওয়া। এখানে কল ফরওয়ার্ডিং মানে কি বলতে বুঝায় কলটি সামনের দিকে অগ্রসর হওয়া। অর্থাৎ এক সিমের কল অন্য সিমে নিয়ে আসা। ধরুন, কেউ আপনার সিমে কল করেছে এবং আপনি যদি উক্ত সিমে ফরওয়ার্ড অপশন চালু করেন তাহলে উক্ত কল এই সিমে না এসে আপনার সেট করা অন্য নাম্বারে আসবে।
কল ফরওয়ার্ড দেখায় কেন
কল ফরওয়ার্ড দেখায় কেন এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অনেকের মনেই জাগে। কারন অনেক সময় কিছু নাম্বারে কল দিলে আউটগোয়িং কল ফরওয়ার্ড বলে। এ বিষয়টি আমরা অনেকেই জানতে চাই। এর মানে হলো আপনি যে নাম্বারে কল করছেন ওই সিমটি অন্য আরেকটি সিমের সাথে call forwarding করা আছে। অর্থাৎ আপনি কল দিচ্ছেন এক সিমে কিন্তু কল যাচ্ছে অন্য সিমে। এটাতে ঘাবড়ে যাওয়ার কোন কারণ নেই। কারণ ওই ব্যক্তি হয়তো ওই সিম টি ব্যবহার করছেন না অথবা ওই সিমে কোন প্রবলেম হয়েছে যার কারণে এমনটি দেখাচ্ছে।
আরো পড়ুন: সিম লক কি এবং কেন এটি চালু রাখা উচিৎ
কল ফরওয়ার্ড করলে কি হয়
আবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে কল ফরওয়ার্ড করলে কি হয়। উপরের আলোচনা থেকে আশা করি আপনি অনেকটা ধারণা পেয়ে গেছেন। তবুও বলছি কল ফরওয়ার্ড বা phone forward করলে এক সিমের কল অন্য সিমে চলে আসে। এছাড়াও এর মাধ্যমে অপরিচিত নাম্বার থেকে কল আসলে তা অন্য কোন নাম্বারে নিয়ে উক্ত অপরিচিত ব্যক্তিকেও জব্দ করতে পারবেন। তবে এটি আপনা আপনি হবে না। এর জন্য আপনাকে একটি ফোন কল সেটিংস চালু করে নিতে হবে। নিচে আমি ধাপে ধাপে সব দেখিয়ে দিব কল ফরওয়ার্ড চালু করার নিয়ম ।
কল ফরওয়ার্ড চালু করার নিয়ম
কল ফরোয়ার্ড চালু করার নিয়ম অর্থাৎ এক ফোনের কল অন্য ফোনে আনার উপায় আমি এখন বলে দিচ্ছি। আপনি যদি মনে করেন এই সেটিংসটি আপনার জন্য দরকার হবে তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করে call divert বা ফরওয়ার্ডিং চালু করে নিন। এই ফোন কল সেটিংসটি আপনি বাটন মোবাইল বা এন্ড্রয়েড মোবাইল বা iphone সবখানে করতে পারবেন। সব জায়গাই এই সেটিংসটি রয়েছে।
- প্রথমে, আপনার ফোন থেকে কল সেটিং অপশনটি খুজে বের করুন। সাধারণত বাটন মোবাইলে সেটিংস অপশনে গেলে কল সেটিংস পাওয়া যায়। অ্যান্ড্রয়েড বা আইফোনে কল অপশনে গিয়ে উপরে বা নিচে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করলে কল সেটিংস পেয়ে যাবেন।
- Call settings এ আসার পর আপনি কোন সিমে কল ডাইভার্ট চালু করতে চান ওই সিমের উপর ক্লিক করুন
- এবার আপনি অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। এখান থেকে কল ডাইভার্ট বা ফরওয়ার্ড অপশনে ক্লিক করুন।
- কল ফরওয়ার্ডিং অপশনে যাওয়ার পর আপনি নিচের সেটিংস গুলো দেখতে পাবেন। তারপর প্রয়োজন অনুযায়ী যে কোন একটি সেটিংস নির্বাচন করে কল ফরওয়ার্ডিং চালু করে নিন।
- Always Forward: আপনি যদি চান সব সময় আপনার উক্ত সিমের কল অন্য সিমে নিয়ে আসবেন তাহলে এটি সিলেক্ট করতে পারেন।
- When Busy: এই অপশনটির মানে হল আপনি যদি আপনার সিমে আসা কলটি কেটে দেন তাহলে ডাইভার্ট করা নাম্বারে চলে যাবে।
- When Unanswered: এই অপশনটির অর্থ হল আপনি যদি কোন একটা কল রিসিভ করতে না পারেন তা সাথে সাথে আপনার ফরওয়ার্ড করা নাম্বারে চলে যাবে।
- When Unreachable: এর মানে হলো নেটওয়ার্ক সমস্আযা বা অন্য কোন কারনে আপনার ফোনে যদি কল না আসে তাহলে তা ডাইভার্ট করা নাম্বারে চলে যাবে।
- এবার এখান থেকে যে কোন একটি সিলেক্ট করুন। তাহলে আপনি নাম্বার লেখার জন্য একটি বক্স পাবেন।
- এবার আপনি যে নাম্বারে কল ট্রান্সফার করতে চান ওই নাম্বারটি এখানে দিয়ে দিন। তারপর ওকে করে দিন।
এটিই হ্যালো কল ফরওয়ার্ড চালু করার নিয়ম। এভাবে মূলত আপনি এটি খুব সহজে করে নিতে পারেন। আমি এখানে নিয়োগ গুলো এন্ড্রয়েড মোবাইলে দেখেছি। প্রত্যেকটি মোবাইলে একই অপশন রয়েছে। তবে কিছু মোবাইলের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম থাকতে পারে। তাই এ জিনিসটি আপনি খুজে নিন নয়তো আমাদের এই পোস্টে কমেন্ট করুন।
কল ফরোয়ার্ড বন্ধ করার নিয়ম
যদিও অনেকে Call forwarding চালু করতে চাই। কিন্তু অনেকে আবার এ কল ফরওয়ার্ড বন্ধ করার নিয়মও খুঁজে থাকেন। এছাড়াও অনেকের ফোনে অটোমেটিক্যালি কল ফরওয়ার্ড চালু হয়ে থাকে। যা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে। আপনিও যদি এই call forward off করতে চান তাহলে উপরের দেখানোর নিয়ম গুলো অনুসরণ করে আবার যখন কল ডাইভার্ট অপশনে আসবেন ওইখানে নাম্বারটি কেটে দিয়ে অর্থাৎ নাম্বারটি মুছে দিবেন। তাহলে আপনার মোবাইলে কল ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে।
কল ফরওয়ার্ডিং বন্ধ বা চালু করার কোড
অনেকে এই কল ফরওয়ার্ডিং বা কল ট্রান্সফারের কোড সম্পর্কে জানতে চান। যদিও এটি মোবাইল থেকে করার সুযোগ রয়েছে। তাই কোন কোড ব্যবহার না করলেও চলে। এরপরও আমি আপনাদের সুবিধার জন্য কোট গুলো দিয়ে দিচ্ছি।
সকল সিমের কল ফরওয়ার্ডিং কোড
আপনি যদি রবি, এয়ারটেল বা জিপি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কল ফরওয়ার্ডিং বন্ধ বা চালু করার জন্য নিচের কোড ডায়াল করুন।
- Unreachable এর ক্ষেত্রে Call forwarding চালুর Code হলো * * ৬২ * নম্বর # এবং বন্ধ করার কোড # # ৬২ #। এখানে নম্বর এর ঘরে আপনি যে নাম্বারটি ডাইভার্ট করতে চান ওই নাম্বারটি দিয়ে দিন।
- Busy এর ক্ষেত্রে চালুর কোড * * ৬৭ * নম্বর # এবং বন্ধ করার কোড ##৬৭#।
- No Reply এর ক্ষেত্রে চালু করার কোড * * ৬১ *নম্বর# এবং Call forwarding Off Code ##৬১#
- All Call এর ক্ষেত্রে চালুর কোড * * ২১ * নম্বর # এবং কল ফরওয়ার্ডিং বন্ধ করার কোড ##২১#।
এগুলো ছাড়াও আপনি চাইলে রবি ও এয়ারটেল অফিসিয়াল সাইট থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন।
কল ফরওয়ার্ডিং এর শর্ত
এ পর্যায়ে এসে আমরা জেনে নিব কল ফরওয়ার্ডিং এর শর্ত। নানাবিদ সুবিধার কারণে আমরা ফল ফরওয়ার্ডিং চালু করে থাকি। তবে এই কল ফরওয়ার্ডিং এর একটি শর্ত হলো এতে কথা বলার সময় চার্জ কাটা হয়। অর্থাৎ আপনি যে সিমে কল ফরওয়ার্ডিং বা ডাইভার্ট করবেন ওই সিমে যদি কোন ইনকামিং কল আসে এবং আপনি ঐ কল রিসিভ করেন তাহলে আপনার থেকে টাকা চার্জ করা হবে। যদিও ইনকামিং কলের জন্য আমাদের কোন চার্জ কাটে না। তবে ডাইভার্ট করা থাকলে অবশ্যই একটা নির্দিষ্ট হারে চার্জ কাটবে।
এখন আমরা পোস্টের শেষে চলে এসেছি। আশা করি এই পোষ্টের মাধ্যমে কল ফরওয়ার্ড মানে কি, কল ফরওয়ার্ড করার নিয়ম, কল ফরওয়ার্ড করলে কি হয়, কল ফরোয়ার্ড বন্ধ করার নিয়ম ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছেন। এখন থেকে আপনি চাইলে অন্য সিমের কল নিজের সিমে নিয়ে আসতে পারবেন। চাইলে প্রেমিকার কল আপনার নিজের ফোনে নিয়ে আসতে পারবেন। তবে এতে কিছু শর্ত পুরনো কথা সংযুক্ত থাকতে পারে। আবার আপনার ফোনে যদি আপনার অজান্তে কল ডাইভার্ট হয়ে থাকে তাও বন্ধ করে নিতে পারবেন।
Call forwarding করার জন্য কি অন্যের মোবাইল নিতে হবে?
হ্যাঁ, আপনি যে সিমের কল অন্য সিমে আনতে চান ওই সিমে ডাইভার্ট অপশন চালু করতে হবে। যদি ওই সিমটি অন্য মোবাইলে থাকে তাহলে অবশ্যই আপনাকে নিতে হবে।