লোগো এবং ছবি ডিজাইন করুন AI টুল দিয়ে | Best AI Photo Generator

বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগে  অনেক কাজই করা যায় খুব সহজেই। AI ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তেমনি একটি best ai photo generator দিয়ে দারুন সব ছবি বা লোগো জেনারেট করা যায়। অর্থাৎ এটি ব্যবহার করে আমরা খুব সহজে যেকোনো ছবি মনের মত করে তৈরি করে নিতে পারি। আরো সহজ করে বলতে গেলে আপনার মনের সকল ইচ্ছা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলবে এআই। এই পোষ্টের মাধ্যমে আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব।

এআই ব্যবহার করার ফলে আমাদের শুধু সময়ই বাঁচে না আমরা অন্যের ছবিতে নিজের মুখ বসানো সহ জটিল সব কাজ করতে পারি। যা সত্যিই মনমুগ্ধকর। আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে দক্ষতা ছাড়াই করা যায় কাজগুলো। বর্তমানে অসংখ্য এআই সাইট রয়েছে যেখানে আপনাকে ছবি জেনারেট করার সুযোগ দিবে। কিন্তু আমি আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে একটি ai image generator tool আলোচনা করব। এর নাম হল Ideogram। এটি এমন একটি এআই যার সাহায্যে আপনি খুব সহজে মনের মত যেকোনো ছবি বা লোগো ডিজাইন করতে পারবেন। নিচে ধাপে ধাপে আমরা ai hd image generator সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

Ideogram AI Image Generator এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া

এবার আমরা আইডিয়োগ্রাম ব্যবহার করে কিভাবে মনের মত ছবি বা লোগো ডিজাইন করা যায় তা দেখে নিব। এর জন্য প্রথমে আপনাকে ideogram.ai ওয়েবসাইট আসতে হবে। এই সাইটে আসার পর আপনাকে সাইনআপ করতে হবে। তাই এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে। উক্ত নোটিফিকেশনে বলা থাকবে আপনি জিমেইল ব্যবহার করে সাইন আপ করবেন নাকি অ্যাপল আইডি ব্যবহার করে। আপনি চাইলে এখানে ফেসবুক বা জিমেইল যেকোনো একটি দিয়ে সাইনআপ করে নিতে পারেন। তবে আমি জিমেইল দিয়ে সাইনআপ করা দেখাবো।

best-ai-photo-generator-ideogram-interface
Ideogram AI Interface

এর জন্য Continue With Google এ ক্লিক করুন। তাহলে আপনার ফোনে লগইন থাকা সকল জিমেইল দেখাবে। এবার আপনি যে জিমেইল দিয়ে এখানে সাইন আপ করতে চান ওই জিমেইলটি সিলেক্ট করে দিন। তারপর নিচে যে Continue নিয়ে বাটন থাকবে ওইটাতে ক্লিক করে দিন। তাহলে আপনাকে আবার Ideogram সাইট এ নিয়ে আসবে। এখানে আপনাকে একটি User Name এবং আপনার নিজের নাম সিলেক্ট করতে হবে। তারপর নিচে Create Profile বাটনে ক্লিক করতে হবে। ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল তৈরি করা। এবার আপনি ইচ্ছামত যেকোনো আকর্ষণীয় ছবি বা লোগো ডিজাইন করে নিতে পারবেন।

Best Ai Photo Generator Ideogram দিয়ে ছবি বা লোগো তৈরির ধাপ

প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেলে আপনি সরাসরি Ideogram Ai সাইটে চলে আসবেন। এখানে আপনি বিভিন্ন মানুষের করা ছবি বা লোগো দেখতে পাবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি নিজেই পছন্দ অনুযায়ী আকর্ষণীয় ছবি বা লোগো ডিজাইন করবেন। এর জন্য আপনাকে নিচে ধাপ গুলো অনুসরণ করতে হবে। তাহলে আপনি খুব সহজে ai image description generator দিয়ে যে কোন ছবি বা লোগো আকর্ষণীয় করে তৈরি করে নিতে পারবেন।

  • প্রথমে নিচে থাকা প্লাস বাটনে ক্লিক করুন।
  • প্লাস বাটনে ক্লিক করার পর আপনি একটি বক্স দেখতে পাবেন। এই বক্সে আপনি যা লিখে দিবেন তাই আপনাকে ছবি করে দিবেন। এই লিখে দেওয়ার কাজকে Prompt দেয়া বলে। এবার আপনি যে ছবি তৈরি করতে চান ওই ছবির জন্য কিছু টেক্সট লিখে দিন। আপনার ছবিতে আপনি কি রাখতে চান বা ছবির ব্যাকগ্রাউন্ড কি দিতে চান বা কোন ধরনের ইফেক্ট ব্যবহার করতে চান বা ছবির সাইজ সব লিখে দিন। এক কথাই আপনি যা লিখে দিবেন তা দিয়েই একটি ছবি বা লোগো তৈরি করে দেবে আপনাকে।
  • আপনার টেক্সট লেখা শেষ হলে অর্থাৎ প্রম্পট দেওয়া হয়ে গেলে উপরে থাকা জেনারেট বাটনে ক্লিক করুন। এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
  • কিছুক্ষণ পর আপনাকে আপনার দেয়া টেক্সট অনুযায়ী চারটি ছবি বানিয়ে দিবে। এবার এই ছবিগুলো ডাউনলোড করার জন্য ছবিগুলোর উপর ক্লিক করুন। যে ছবিটি ডাউনলোড করতে চান ওই ছবির উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন।  তারপর ডাউনলোড অপশন এ ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করে নিন।

এভাবে আপনি খুব সহজে ai image generator tool দিয়ে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ছবি বা লোগো তৈরি করে নিতে পারবেন। যেহেতু আপনি এই ওয়েবসাইটে লগইন করা আছেন সে তো আপনার জেনারেট করা ইমেজগুলো যেকোনো সময় আপনার প্রোফাইলে দেখতে পাবেন।

আরো কিছু Ai Image Creator টুল

আপনি চাইলে উপরে দেখানোর টুলটি ছাড়াও আরো অন্যান্য ai image generator টুল ব্যবহার করতে পারেন। আপনার সুবিধার জন্য আমি এখানে আরো কয়েকটি ইমেজ জেনারেটর টুল সাজেস্ট করছি। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো টুল ব্যবহার করতে পারেন। শুধুমাত্র google এ নামগুলো লিখে সার্চ করলে এদের ওয়েবসাইট পেয়ে যাবেন।

১. Dall – E

2. DeepAi

3. Canva Ai

4. Freepik Ai

Ai Image Generator Tool দিয়ে আমরা যে সকল ছবি বা ইমেজ তৈরি করি তা সত্যিই মনমুগ্ধকর। একজন ব্যক্তির দক্ষতা ছাড়াও এসব ছবি মুহূর্তের মধ্যে তৈরি করে নিতে পারে। গ্রাফিক ডিজাইনের কাজে যারা প্রতিনিয়ত নতুন নতুন ছবির আইডিয়া খোঁজেন তাদের জন্য এই AI image generator গুলো অনেক কাজে আসবে। আশা করি এই পোস্ট থেকে আপনি উপকৃত হতে পেরেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *