বিপিডিবি প্রিপেইড মিটার বর্তমান সময়ের জন্য অতি পরিচিত একটি জিনিস। বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে BPDB Prepaid Meter চালু করা হয়েছে। এটি এখনো নতুন হওয়াতে অনেকই এটি ব্যবহারে বেশ বিড়ম্বনার স্বীকার হচ্ছে। তাই এটির ব্যবহার সহজ করার লক্ষ্যে বেশ কিছু কোড রয়েছে।
Prepaid Smart Energy Meter এর ব্যবহার সম্পর্কে জানার জন্য প্রত্যেকের এই কোড নাম্বার জানা জরুরি। তবে অনেকে বুঝতে পারেন না কিভাবে এই bpdb prepaid meter codes list গুলো পাবেন। আসলে এই কোডগুলো প্রতিটি প্রিপেইড মিটারের সাথে প্রদত্ত ইউজার ম্যানুয়াল বা ব্যবহার বিধি সম্বলিত কাগজে থাকে। অনেকেই এই কাগজটি সংরক্ষণ করতে ভুলে যান বা হারিয়ে ফেলেন। তখন কোডগুলো খুঁজে পেতে কষ্ট হয়।
প্রিপেইড মিটারের সকল কোড নাম্বার – Prepaid Meter Codes List
আমাদের এই পোস্টের মাধ্যমে আমি চেষ্টা করেছি প্রয়োজনীয় সব BPDB prepaid meter codes গুলো তুলে ধরতে। আপনি যদি কোন কোড সম্পর্কে জানতে চান তা এখানে পেয়ে যাবেন। তাই আর কথা না বাড়িয়ে প্রিপেইড মিটার কোড লিস্ট নিচে দেয়া হলো। এখানে এগুলো Hexing Meter এর কোড।
ইমার্জেন্সি ব্যালেন্স সম্পর্কিত কোড
আমাদের প্রিপেইড মিটারে যখন কোন ব্যালেন্স থাকে না তখন আমরা ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে থাকি। অনেকেই জানেননা কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয়। তাই ইমার্জেন্সি ব্যালেন্স চালু করা ও অন্যান্য সকল কোড নিচে দেয়া হলো।
i) ০০: ইমার্জেন্সি ব্যালেন্স চালু করার কোড
ii) ৮১০: আপনার মিটারে ব্যবহৃত বা অবশিষ্ট ইমার্জেন্সি ব্যালেন্স এর পরিমান জানতে এটি ব্যবহার করুন
iii) ৯৮১: আপনার মিটারে জরুরী কত টাকা অতিরিক্ত আছে তা জানার জন্য এই কোড ব্যবহার করুন।
রিচার্জ ও ব্যালেন্স সম্পর্কিত কোড
বর্তমান প্রিপেইড মিটারে রিচার্জ করা ছাড়া সচল হয় না। তাই রিচার্জ ও ব্যলেন্স সংক্রান্ত সকল কোড নিচে দেয়া হলো।
i) ৮০১: আপনার প্রিপেইড মিটারে বর্তমানে কত টাকা আছে তা জানার কোড
ii) ৮১৫: আপনার মিটারে গত বা আগের রিচার্জের তারিখ জানতে পারবেন এর মাধ্যমে
iii) ৮১৬: আপনার গত বা আগের রিচার্জটি কয়টা বাজে করেছেন তা জানা যাবে এর মাধ্যমে।
iv) ৮১৭: আপনার মিটারে গত বার বা আগের বার কত টাকা রিচার্জ করেছেন তা জানা যাবে এর মাধ্যমে।
v) ৮৩০: এই কোডের মাধ্যমে আপনি আপনার গত রিচার্জের টোকেন কোড অর্থাৎ রিচার্জ সিরিয়াল সম্পর্কে জানতে পারবেন।
vi) ৮৮৮: আপনার রিচার্জের রিটার্ন কোড সম্পর্কে জানতে এই কোডটি জানতে পারবেন।
vii) ৮৮৯: এই কোডটি ব্যবহার করে আপনি আপনার বর্তমান টোকেনের সিরিয়াল নং অর্থাৎ রিচার্জ এর সিরিয়াল নং জানতে পারবেন।
মিটারের লোড সম্পর্কিত কোড
আপনার মিটারের লোড ক্ষমতা অর্থাৎ কতটুকু বিদ্যুৎ লোড নিতে পারবে তা জানা, বর্তমানে কত লোডের বিদ্যুৎ আপনি ব্যবহার করছেন এগুলোসহ আরো তথ্য জানার জন্য বিভিন্ন দরকারি কোড নিচে দেয়া হলো।
i) ৮০৮: আপনার ব্যবহৃত মিটারে বর্তমানে কত লোড চলছে বা কতটুকু লোডের বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তা জানতে এটি ব্যবহার করুন।
ii) ৮৬৯: আপনার ব্যবহৃত বিপিডিবি প্রিপেইড মিটারে সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারবে বা আপনি সর্বোচ্চ কতটুকু বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন তা জানতে পারবেন।
কি পরিমান বিদ্যুৎ ব্যবহার হয়েছে তা জানার কোড
আপনার মিটার থেকে আপনি প্রত্যেক মাসে কি পরিমান বিদ্যুত ব্যবহার করেছেন এবং এসক্রান্ত বিভিন্ন useful code নিচে পাবেন।
i) ৮০০: আপনি মোট কতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছেন তা জানার কোড এটি
ii) ৮১৪: বর্তমান মাসে আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছেন তা জানার জন্য এই কোড।
iii) ৮২০: আপনি গত মাসে আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করেছেন তা জানতে পারবেন।
iv) ৮২১: গত দুই মাসে আপনার কত পরিমান বিদ্যুৎ খরচ হয়েছে তা জানতে পারবেন।
v) ৮২২: গত তিন মাসে আপনি কি পরিমান বিদ্যুৎ খরচ করেছেন তা জানতে পারবেন এর মাধ্যমে।
vi) ৮২৩: গত চার মাসে আপনি কি পরিমান বিদ্যুৎ ব্যবহার করছেন তা এর মাধ্যমে জানতে পারবেন।
vii) ৮২৪: গত পাঁচ মাসের বিদ্যুৎ ব্যবহৃত বিদ্যুৎ এর পরিমান জানতে এই কোড প্রয়োজন হবে।
viii) ৮২৫: গত ছয় মাসের বিদ্যুৎ এর পরিমান জানতে এটি ব্যবহার করুন।
কত টাকা খরচ করেছেন তা জানার কোড
বিদ্যুতের জন্য আপনার কত খরচ হলো বিশেষ করে বর্তমান মাসে, আগের মাসে ইত্যাদি জানার bpdb prepaid meter codes গুলো হলো:
i) ৯২২: এই কোড দিয়ে আপনি জানতে পারবেন বর্তমান মাসে আপনি কত টাকা খরচ করেছেন।
ii) ৯২৩: গত মাসে আপনার কত টাকা খরচ হয়েছে তা জানতে এই কোড ব্যবহার করুন।
ফেইজ সম্পর্কিত কোড
বিভিন্ন ফেইজের ভোল্ট, কারেন্ট ইত্যাদি সম্পর্কিত তথ্য জানার জন্য আপনাকে নিচের প্রিপেইড মিটার কোড গুলো জানতে হবে।
i) ৮৭০: এই কোড দিয়ে আপনি A ফেইজ ভোল্টেজ সম্পর্কে জানতে পারবেন।
ii) ৮৭৪: এটি দিয়ে A ফেইজ কারেন্ট সম্পর্কে জানতে পারবেন।
iii) ৮৭৫: এটি দিয়ে B ফেইজ কারেন্ট সম্পর্কে জানতে পারবেন।
iv) ৮৭৭: এটি দিয়ে A ফেইজ পাওয়ার সম্পর্কে জানা যাবে।
ট্যারিফ সংক্রান্ত কোড
আপনার মিটারের ট্যারিফ সংক্রান্ত তথ্যের জন্য নিচের কোডগুলো দেখুন।
i) ৮০৯: আপনার ট্যারিফ এর সূচক নাম্বার জানতে এটি ব্যবহার করুন।
ii) ৮৮৬: এই কোড ব্যবহার করে বর্তমান ট্যারিফের মূল্য সম্পর্কে জানতে পারবেন।
iii) ৮৮৭: বর্তমান স্টেপ ট্যারিফ সম্পর্কে জানতে এই কোডটি ব্যবহার করতে পারবেন।
ফ্রেন্ডলি মোড সম্পর্কিত কোড
আমাদের ব্যবহৃত prepaid meter এ ফ্রেন্ডলি মোড থাকে। আর আপনি যদি ফ্রেন্ডলিমোডের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে চান তাহলে নিচের কোডগুলো ব্যবহার করুন।
i) ৮৯৫: ফ্রেন্ডলি মোডে আপনার মিটারটি কয়দিন ব্যবহার করতে পারবেন তা জানার জন্য এই কোডটি ব্যবহার করুন।
ii) ৮৯৬: এর দ্বারা আপনি জানতে পারবেন মিটারটি ফ্রেন্ডলি মোডে কয়দিন ব্যবহার করা হয়েছে।
iii) ৮৯৭: ফ্রেন্ডলি মোড কখন শুরু হয়েছিল তা জানার জন্য এই কোড ব্যবহার করতে পারেন।
iv) ৮৯৮: ফ্রেন্ডলি মোড কখন শেষ হবে তা জানার জন্য আপনি এটি ব্যবহার করুন।
v) ৮০২: আজকে কত তারিখ তা জানতে এটি ব্যবহার করুন।
অন্যান্য কোড
উপরোক্ত কোড গুলো ছাড়াও আমাদের আরো কিছু কোড সম্পর্কে জানতে হয়। নিচে আরো অতিরিক্ত কিছু কোড আপনাদের জ্ঞাতার্তে শেয়ার করা হলো।
i) ৮০৩: এখন কয়টা বাজে তা জানতে পারবেন
ii) ৮০৪: আপনার ব্যবহৃত Digital Meter নম্বর জানার জন্য এটি ব্যবহার করুন
iii) ৮০৬: রিলে অপারেশন কারন জানতে এই কোড ব্যবহার করুন। অর্থাৎ আপনার মিটারে ব্যতিক্রম কিছু হলে যেমন লক বা বন্ধ হয়ে গেলে তা জানতে এটি ব্যবহার করবেন।
কিভাবে প্রিপেইড মিটারে কোড ইনপুট দিবেন
প্রতিটি prepaid electricity meters এ মোবাইল ফোনের মত একটি ডায়াল প্যাড থাকে। যেখানে ০-৯ পর্যন্ত সকল সংখ্যা থাকে। আপনি যদি কিছু জানার জন্য কোন একটি কোড ব্যবহার করতে চান তাহলে উক্ত কোড ডায়াল প্যাডের সাহায্যে তুলুন। তারপর এন্টার বাটনে (তীর যুক্ত লাল বা সবুজ বাটন) ক্লিক করুন। তাহলে ফলাফল পেযে যাবেন।
উপরে আপনাদের জন্য বিপিডিবি প্রিপেইড মিটারের সকল প্রয়োজনীয় কোড নাম্বার দেয়া হলো। আপনি যেকোন সময় এই কোডগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি পোস্টটি আপনার উপকারে আসবে।