ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সহজ কয়েকটি টিপস | Photo Background Remover

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বলতে কোন ছবির পিছনে যে অংশ থাকে তা পরিবর্তন করে দেওয়া। বর্তমানে আমরা বিভিন্ন কারণে এই কাজটি করে থাকি। বিশেষ করে কোন পণ্যের ডিজাইনের জন্য, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার জন্য, আমাদের ছবির সৌন্দর্য বৃদ্ধির জন্য সহ আরো নানাবিধ কারণে আমরা এটি করে থাকি। অনেক সময় ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এর মাধ্যমে আমরা ছবিতে আকর্ষণীয় কিছু গ্ল্যামার নিয়ে আসতে পারি।

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপায়

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে কোন প্রফেশনাল ছবি এডিটর হতে হবে না। এছাড়া আপনাকে কোন অ্যাপস বা সফটওয়্যার এর কাজ জানতে হবে না। এই আর্টিকেলটি পড়ে আপনি খুব সহজে জানতে পারবেন কিভাবে কোন লোগো এবং ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন। একটি হল অনলাইন টুলস এবং অন্যটি হল অ্যাপসের মাধ্যমে।

এখানে আমি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অনলাইন টুল এবং অ্যাপস এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব। আশা করি আপনি চমৎকার একটি সমাধান পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নিই কিভাবে আপনি কোন picture background পরিবর্তন করবেন এবং হয়ে যান প্রফেশনাল ফটো এডিটর।

অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন

প্রথমে আমরা জেনে নিব কিভাবে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। বর্তমানে অসংখ্য অনলাইন টুল রয়েছে যেগুলো আপনাকে ছবির পিছনের পটভূমি পরিবর্তন ও ছবির সাইজ কমানোর সুযোগ দিবে। এই অনলাইন টুলগুলো ব্যবহার করাও খুব সহজ। এখানে আমি কয়েকটি অনলাইন টুল নিয়ে আলোচনা করছি।

রিমুভ বিজি – Remove BG Remove Background

remove.bg এই অনলাইন টুলটিকে আমি সবার প্রথমে রাখলাম। কারণ এটি আমার মতে অনেক চমৎকার একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজে আপনার photo background remove  করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে নতুন কোন ব্যাকগ্রাউন্ড এখানে লাগিয়ে নিতে পারবেন। এক কথায় অসাধারণ কয়েকটি ফিচার রয়েছে remove bg remove background সাইটে। এটি ব্যবহার করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন। মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে এটি করতে পারবেন।

  • প্রথমে remove.bg ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর Upload Image নামে একটি নীল বাটন দেখতে পাবেন এবং এটাতে ক্লিক করুন।
  • বাটনটিতে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তা সিলেক্ট করে দিন।
  • এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। একসময় আপনি নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন।

 

ছবির-ব্যাকগ্রাউন্ড-রিমুভ-টুল
ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল
  • এবার নিচে ডাউনলোড বাটনে  ক্লিক করুন। আপনি যদি ছবিটি HD ফরমেটে ডাউনলোড করতে চান তাহলে পাশের ডাউনলোড HD বাটনে ক্লিক করুন। তবে এইচডি ফরমেটে ডাউনলোড করার জন্য আপনাকে উক্ত ওয়েবসাইটে সাইনআপ করে নিতে হবে। তাহলে আপনি এটি ডাউনলোড করতে পারবেন এইচডি ফরমেটে।
  • এছাড়াও নিচে অ্যাড ব্যাকগ্রাউন্ড অপশনে আপনি চাইলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য কোন ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারবেন।
  • এছাড়া Erase/Restore বাটনে ক্লিক করে আপনি চাইলে ছবিটি আগের মত করে ফিরিয়ে নিতে বা নতুন করে এডিট করতে পারবেন।

ইরেজ বিজি – Erase BG

ইরেজ বিজি হল অন্যতম আরেকটি অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অনলাইন টুল। উপরের দেখানো remove bg remove background টুলের মত এর সাহায্যে আপনি অনলাইনে যে কোন ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তবে এটাতে অতিরিক্ত কোন ফিচার পাবেন না। শুধুমাত্র ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি যদি এই টুলটি ব্যবহার করতে চান তাহলে নিচের নির্দেশনা গুলো অনুসরণ করুন।

  • প্রথমে erase.bg ই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এবার আপলোড বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে দিন।
  • এবার একটু নিচে নেমে আসুন। দেখবেন ছবিটি আপলোড হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • ছবিটি আপলোড হয়ে গেলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।
  • এবার আপনি ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
  • আপনি যদি ছবিটি এইচডি ফরমেটে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে সাইন আপ করে নিতে হবে।

ফটর ব্যাকগ্রাউন্ড রিমুভার – Fotor Background Remover

এটি আরেকটি জনপ্রিয় অনলাইন টুল। যার সাহায্যে আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এটি অনেকটা রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলের মতই কাজ করে। এর সাহায্যে যদি আপনি কোন ছবির পটভূমি পরিবর্তন করতে চান তাহলে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন।

  • প্রথমে https://www.fotor.com/features/background-remover/ লিংকে ক্লিক করুন।
  • এবার আপলোড বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে নিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • এবার আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ছবিটি ডাউনলোড করার আগে আপনি চাইলে আরো কিছু অতিরিক্ত কাজ করে নিতে পারবেন। যেমন – ডাউনলোড বাটন এর উপরে দেখুন AI BG এবং Blur BG নামে দুইটি অপশন রয়েছে। এগুলোতে ক্লিক করে আপনি চাইলে আপনার ছবির পিছনে অন্য কোন ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন এবং আগের picture background ব্লার বা ঝাপসা করে দিতে পারবেন। তবে এই দুটি ফিচার ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে লগইন করে নিতে হবে।
  • এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন।
  • এবার ফ্রী ডাউনলোড বাটনে ক্লিক করুন।

এই বাটনে ক্লিক করার পর আপনাকে একটি নোটিফিকেশন দেখাবে। ব্যাক বাটন চেপে এ নোটিফিকেশনটি কেটে দিন। তাহলে আপনার ছবিটি অটোমেটিক ভাবে ডাউনলোড হয়ে যাবে।

উপরের অনলাইন টুলগুলো ছাড়াও আরো অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পরিবর্তন করে নিতে পারবেন। প্রত্যেকটি সাইটের কাজ একই রকম। তাই এ পোস্টে অন্য টুলগুলো সম্পর্কে বিস্তারিত না বলে নিচে আরো তিনটি টুল সাজেস্ট করছি।

১. কাট আউট প্রো ব্যাকগ্রাউন্ড রিমুভার – CutOut Pro

২. পিকস আর্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার – PicsArt

৩. এডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার – Adobe Background Remover

আপনি যদি গুগলে গিয়ে এই নামগুলো লিখে সার্চ করেন তাহলে উক্ত ওয়েবসাইট গুলোর লিংক পেয়ে যাবেন। এরপর আপনি ওই সাইটগুলো ব্রাউজ করে উপরের দেখানো নিয়ম অনুসরণ করে যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন।

ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অ্যাপস

এতক্ষণ তো দেখলেন কিভাবে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। এবার আপনাদের সাথে শেয়ার করব কোন অ্যাপস দিয়ে খুব সহজে যেকোনো ছবির পিছনের অংশ পরিবর্তন করতে পারবেন। বর্তমানে অনেক অ্যাপস রয়েছে যেগুলো আপনাকে খুব সহজে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সাহায্য করবে। সব ধরনের অ্যাপস এর কাজ প্রায় একই রকম। তাই আমি আপনার সাথে একটি এপস নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে জেনে নিই উক্ত এপ্স সম্পর্কে।

ব্যাকগ্রাউন্ড ইরেজার –  Background Eraser

মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অ্যাপসটির নাম হল ব্যাকগ্রাউন্ড ইরেজার। আপনি যদি আপনার মোবাইলের অ্যাপ স্টোর ওপেন করে Background Eraser লিখে সার্চ করেন তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন। এছাড়াও গুগলে এটি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরের হিসাব অনুযায়ী ১০০ মিলিয়ন এর  অধিক মানুষ এই অ্যাপসটি ব্যবহার করে। তাহলে বুঝতেই পারছেন কত জনপ্রিয় এই অ্যাপসটি। প্রথমে এই অ্যাপসটি ইন্সটল করে নিন। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে ইনস্টল করা এপসটি ওপেন করুন।
  • এখন load a photo অপশনটিতে ক্লিক করুন এবং আপনি যে ছবির পিছনের অংশ পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করে দিন।
  • এবার উপরে ডানপাশে ডান বাটনে ক্লিক করুন। এবার অ্যাপসটি আপনার ছবি সহ ওপেন হয়ে যাবে। এবার নিচে দেখুন কয়েকটি অপশন রয়েছে। নিচে এগুলোর সম্পর্কে আপনাকে ধারনা দিচ্ছি।

 

Background-eraser-app-interface
Background Eraser app interface
  • প্রথম অপশনটি হল AI Auto। আপনি যদি এই অপশন এ ক্লিক করেন তাহলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে।
  • অপশন হল Auto Color। এই অটো কালার সিলেক্ট করার পর আপনি ছবির উপর একটি গোল কার্সর দেখতে পাবেন। এবার আপনি আপনার আংগুল দিয়ে কার্সরটি যে জায়গায় রাখবেন সে স্থানে থাকা একই রঙের সবগুলো একসাথে রিমুভ হয়ে যাবে। এভাবে এর চারপাশে থাকা একই রংয়ের জিনিসগুলো রিমুভ করতে পারবেন।
  • তার পাশে থাকা Magic বাটনে ক্লিক করে আপনি চাইলে ইচ্ছেমতো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন।
  • এরপর রয়েছে Manual বাটন। এই ম্যানুয়াল বাটনে ক্লিক করে আপনি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন অংশ রিমুভ করতে পারবেন।
  • তার পাশে রয়েছে Repair বাটন। এই বাটনে ক্লিক করে আপনার অনাকাঙ্ক্ষিত রিমুভ হওয়া অংশটি ফিরিয়ে আনতে পারবেন।
  • তারপরে যে Zoom বাটন রয়েছে এটাতে ক্লিক করে আপনি আপনার ছবিটি ছোট বা বড় করে নিতে পারবেন।
  • শেষ পর্যায়ে উপরে Done বাটনে ক্লিক করুন। এরপর আপনি আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন।
  • এখানে আপনি ১ থেকে ৫ পর্যন্ত একটি সংখ্যা লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি একটা সংখ্যা সিলেক্ট করে নিতে পারেন। তবে আপনার সংখ্যাটি সিলেক্ট করার সাথে সাথে image background রিমুভ করা অংশের পরিবর্তন হবে। ওইদিকে খেয়াল রেখে আপনি যে কোন একটি সংখ্যা নির্বাচন করুন। এবার উপরে সেভ বাটনে ক্লিক করুন।
  • এবার আপনার গ্যালারিতে গিয়ে দেখুন ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে।

উপরের আলোচনা দেখে এই অ্যাপসটির বিভিন্ন চমৎকার কাজ সম্পর্কে আপনি আইডিয়া করতে পেরেছেন। আশা করি এই অ্যাপসটি যদি ব্যবহার করেন অন্য কোন অ্যাপস এর প্রয়োজন হবে না। উপরের দেখানোর নিয়ম গুলো অনুসরণ করে আপনি আপনার মোবাইল, iphone ভাগ কম্পিউটার থেকে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *