প্লে স্টোর ব্যবহার করে কিভাবে ফোনে থাকা ক্ষতিকর অ্যাপস খুঁজে বের করবেন

বর্তমান সময়ে মোবাইল আমাদের জন্য অতি জরুরী একটি জিনিস। মোবাইলে বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি। আমাদের ব্যবহৃত অ্যাপস গুলোর মধ্যে অনেক সময় ভাইরাস বা মেলওয়্যার থাকতে পারে। যা আমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের উচিত এসব বিষয়গুলোতে নজর দেওয়া।

নিরাপত্তার এমন বিষয়ের ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে গুগল প্লে স্টোর। কারণ Play Store Apps এ রয়েছে এমন একটি ফিচার যা দিয়ে আপনি খুব সহজে ফোনে থাকা ক্ষতিকর অ্যাপস বের করে নিতে পারেন। আমরা সবাই জানি প্লে স্টোর দিয়ে আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করতে পারি। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে, প্লে স্টোর দিয়ে ক্ষতিকর অ্যাপসগুলো বের করার বিষয়টি। যেটা আপনার জন্য অনেক উপকারী হবে। তো চলুন জেনে নেই কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন।

প্লে স্টোর দিয়ে ক্ষতিকর অ্যাপ যাচাই করার প্রক্রিয়া

আপনি যদি প্লে স্টোর দিয়ে আপনার ফোনে থাকা অনিরাপদ অ্যাপস খুঁজে বের করতে চান তাহলে আপনাকে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে। নিচের ধাপ গুলো অনুসরণ করলেই আপনি খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন।

প্লে স্টোর protect settings
play protect settings
  • প্রথমে আপনার ফোনে থাকা google play store অ্যাপস টি ওপেন করুন।
  • এবার উপরে ডানপাশে দেখুন আপনার ছবিযুক্ত আইকন দেখাচ্ছে। তো আইকনে ক্লিক করুন।
  • এবার আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে Play Protect অপশনটি সিলেক্ট করুন।
  • এটি সিলেক্ট করলে আপনি নিচে স্ক্যান নামক একটি বাটন দেখতে পাবেন। এবার Skan বাটনে ক্লিক করুন।

তাহলে গুগল প্লে স্টোর আপনার ফোনে থাকা অ্যাপসগুলো স্ক্যান করা শুরু করবে। যখনই কোন ক্ষতিকর অ্যাপস বা ম্যালওয়্যার বা ভাইরাস পাবে এটি আপনাকে জানিয়ে দিবে। তারপর আপনি উক্ত এপস ডিলিট করে দিতে পারবেন। যদি আপনার ফোনে কোন ক্ষতিকর অ্যাপস না থাকে তাহলে এখানে সবুজ দেখাবে এবং আপনাকে বলা হবে কোন ক্ষতিকর অ্যাপস নেই। প্লে স্টোরে এই ছোট্ট টিপস অনুসরণ করে আপনি সহজে আপনার ফোনে থাকা ক্ষতি করে অ্যাপস দূর করতে পারবেন।

Play Protect ফিচার বন্ধ করার উপায়

উপরের আলোচনা থেকে আপনি জানতে পারলেন কিভাবে প্লে প্রটেক্ট ফিচার ব্যবহার করে ফোনে থাকা ক্ষতিকর অ্যাপস বা ম্যালওয়্যার বের করতে হয়। এটা নিঃসন্দেহে একটি ভালো দিক। তবে যারা মোবাইলে Apps Development করেন বা এমন একটি অ্যাপস ব্যবহার করছেন যেটা আপনার জন্য জরুরী। কিন্তু প্লে প্রটেক্ট ফিচারের জন্য ব্যবহার করতে পারছেন না। তখন আপনি সাময়িক সময়ের জন্য প্লে প্রটেক্ট ফিচারটি বন্ধ রাখতে পারেন। এর জন্য আপনাকে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।

  • প্রথমে প্লেস্টোর অ্যাপ টি ওপেন করুন।
  • উপরে দেখানোর নিয়ম অনুযায়ী প্লে প্রটেক্ট অপশনটি বের করুন।
  • এবার উপরে ডানপাশে দেখুন একটি সেটিংস আইকন আছে। এই আইকনে ক্লিক করুন।
  • এবার উপরে দেখুন ল্যাপ প্রটেক্ট বন্ধ করার একটি অপশন রয়েছে। এটা ক্লিক করে বন্ধ করে দিন।
  • আপনার কাজ শেষ। প্লে প্রটেক্ট বন্ধ হয়ে যাবে।

আপনার জন্য কিছু টিপস

আমাদের ফোনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন apps ব্যবহার করে থাকি। অনেক সময় কিছু অ্যাপস আমরা গুগল প্লে স্টোরে পাই না। সাধারণত যেসব অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায় না এমন অ্যাপস গুলো আমরা অন্যান্য উৎস থেকে ইন্সটল করে থাকি। এক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। নিচে এগুলো আমি বলে দিচ্ছি।

  1. আপনি যে অ্যাপস ইনস্টল করতে যাচ্ছেন অ্যাপটি বিশ্বাসযোগ্য কিনা।
  2. এপসের ডেভলপার বিশ্বাসযোগ্য কিনা।
  3. অ্যাপসটি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করছেন কিনা।
  4. অ্যাপসটির ব্যবহারকারীর সংখ্যা কেমন।
  5. ব্যবহারকারীরা উক্ত অ্যাপস সম্পর্কে কেমন রিভিউ দিচ্ছে।

শেষ কথা

একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে আপনার উচিত বাইরের কোনো উৎস থেকে অ্যাপস ইনস্টল করতে গেলে উপরে দেখানোর নিয়ম গুলো অনুসরণ করা। এতে করে আপনার নিরাপত্তা নিশ্চিত হবে। উপরে দেখানো গুগল প্লে স্টোর এর সাহায্যেও ক্ষতিকর অ্যাপস বের করা যায়। এরপরও অধিক নিরাপত্তার স্বার্থে আপনি চাইলে কোন অ্যান্টিভাইরাস অ্যাপস ব্যবহার করতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *