Prepaid Meter Recharge করুন ঘরে বসে বিকাশ এর মাধ্যমে

বিপিডিবি Prepaid Meter Recharge করুন ঘরে বসে বিকাশ অ্যাপ দিয়ে। প্রিপেইড মিটার বা ডিজিটাল মিটার বর্তমান সময়ে সবার কাছে পরিচিত। কারণ এটি আমাদের নিত্যপ্রয়োজনীয় একটি জিনিস। আগে আমরা যে পুরাতন মিটার সিস্টেম এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করতাম তা এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে Digital Meter বা Prepaid meter পরিবর্তিত হয়েছে। ফলে আমরা আগে বিদ্যুৎ খরচ করার পরে টাকা পরিশোধ করলেও এখন আর ওই সুযোগটা নেই। এখন আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারের জন্য অগ্রিম টাকা রিচার্জ করতে হচ্ছে। ঠিক যেমনটা আমরা মোবাইলে করে থাকি।

যেহেতু এই প্রিপেইড মিটারটি এখনো অনেকের কাছে নতুন। তাই এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু বিড়ম্বনার শিকার হচ্ছে। এই বিড়ম্বনা গুলোর মধ্যে একটি হলো electric prepaid meter recharge  করা। প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার দুটি উপায় রয়েছে। একটি হল কার্ডের মাধ্যমে এবং অন্যটি হলো মোবাইল ব্যাংকিং অ্যাপস এর মাধ্যমে। এই পোস্টে আমি আপনাদেরকে এই দুটি উপায় সম্পর্কে বলে দিচ্ছি। আপনি চাইলে যে কোন উপায় অনুসরণ করে আপনার মিটারে টাকা রিচার্জ করে নিতে পারেন।

প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার নিয়ম – BPDB Prepaid Meter Recharge

বিপিডিবি প্রিপেইড মিটারে রিচার্জ করার জন্য আমরা রিচার্জ কার্ড এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা যেমন- বিকাশ, নগদ ইত্যাদি ব্যবহার করতে পারি। আপনি চাইলে নিজেই এই কাজগুলো করতে পারবেন। এর জন্য আপনাকে কারো সাহায্যের প্রয়োজন হবে না। আশা করি এ পোস্ট পড়লে নিজেই সব জেনে যাবেন। চলুন তাহলে জেনে নিই কিভাবে এই কাজটি করবেন।

কার্ডের মাধ্যমে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম – Prepai Meter Recharge by Card

আপনি যদি রিচার্জ কার্ড ব্যবহার করে আপনার ব্যবহার করা প্রিপেইড মিটার বা BPDB ডিজিটাল মিটারে রিচার্জ করতে চান তাহলে আপনাকে অবশ্যই রিচার্জ কার্ড কিনে নিতে হবে। আশা করি অনেক দোকানেই এগুলো কিনতে পাবেন। এবার আপনি এই prepaid meter recharge কার্ডটি নিয়ে এসে আপনার মিটারের ডায়াল প্যাড ব্যবহার করে কার্ডে থাকা গোপন নাম্বারটি প্রবেশ করতে হবে। তবে এটি অনেক সময়সাপেক্ষ এবং ঝামেলার কাজ। কেননা এখানে অনেক বড় একটি কোড নাম্বার থাকে। যে কোড নাম্বারটি প্রবেশ করাতে ভুল হলে আপনার মিটারের টাকা রিচার্জ হতে সমস্যা হতে পারে। তাই বিকল্প হিসেবে আপনি মোবাইল ব্যাংকিং অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন।

বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম – Prapaid Meter Recharge by bKash

প্রিপেইড মিটার রিচার্জ করার অন্য আরেকটি নিয়ম হলো বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা। এরমধ্যে অন্যতম এবং জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং হলো বিকাশ। বর্তমানে আমরা সবাই বিকাশ ব্যবহার করে থাকি। এমনকি বিকাশ স্টুডেন্ট একাউন্ট ও বর্তমানে চালু রয়েছে। তাই এই মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রে আমি বিকাশকে প্রাধান্য দিয়ে থাকি। আপনি যদি একজন বিকাশ গ্রাহক হয়ে থাকেন তাহলে খুব সহজে বিকাশ অ্যাপ থেকে আপনার ব্যবহার করা ডিজিটাল মিটার অর্থাৎ ডিপিডিবি প্রিপেইড মিটারে রিচার্জ করে নিতে পারবেন।

আমি মনে করি প্রিপেড মিটারে রিচার্জ করার জন্য এটি সবথেকে সহজ উপায়। কারণ এই উপায়ে আপনি ঘরে বসে আপনার bkash app ব্যবহার করে যেকোনো সময় যেকোনো পরিমাণ ব্যালেন্স আপনি রিচার্জ করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনার বিকাশ অ্যাপ এ পর্যাপ্ত টাকা থাকতে হবে। আপনি যদি আপনার বিকাশ অ্যাপ দিয়ে Prepaid Meter Recharge  করতে চান তাহলে নিচে ধাপ গুলো অনুসরণ করুন।

  • প্রথমে আপনার বিকাশ অ্যাপ টি ওপেন করুন।
  • এবার আপনার বিকাশ অ্যাপে লগইন করে নিন।
  • বিকাশ এপটি লগইন করার Pay Bill নামের অপশনটিতে ক্লিক করুন।
  • এবার আপনি কিছু লিস্ট দেখতে পাবেন এবং এখান থেকে বিদ্যুৎ অপশন সিলেক্ট করুন।
  • এবার আপনি বিদ্যুতের সকল অপশন দেখতে পাবেন। এবং এখান থেকে “(BPDB) Prepaid” অপশনটি সিলেক্ট করুন। তাহলে নিচের ছবির মতো দেখতে পাবেন।
prepaid-meter-recharge-by-bkash
BPDB Digital Meter Recharge
  • এখানে প্রথমে আপনার মিটারের নম্বরটি দিতে হবে। আপনি হয়তো ভাবছেন কোথায় পাবেন সেই মিটার নম্বর। আপনি যখন মিটারটি স্থাপন করেছেন তখন আপনাকে একটি কার্ড দেওয়া হয়েছে। যে কার্ডেই রয়েছে আপনার মিটার নম্বরটি। এছাড়াও আপনার মিটারের নিচে নম্বরটি রয়েছে।
  • মিটার নাম্বার দেওয়ার পর নিচে যে কোন একটি কন্টাক্ট নাম্বার দিয়ে দিন। খেয়াল রাখবেন কন্টাক্ট নাম্বারটি যেন সচল থাকে।
  • এবার নিচে যে বাটন রয়েছে “পে-বিল করতে এগিয়ে যান ” এটাতে ক্লিক করুন।
  • এবার টাকার অ্যামাউন্ট লিখে দিন। অর্থাৎ আপনি কত টাকা রিচার্জ করতে চান তা লিখে দিন।
  • তারপর পাশের তীর বাটনে ক্লিক করুন।
  • এবার আপনি আপনার মিটারের নাম্বার এবং মিটারটি কার নামে রয়েছে তার নামসহ কত টাকা রিচার্জ করতে চান তা দেখাবে।
  • সবকিছু ঠিক থাকলে এবার আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে পাশের তীর বাটনে ক্লিক করুন।

ব্যাস, আপনার রিচার্জ হয়ে যাবে। এবার ব্যালেন্স দেখার জন্য প্রিপেইড মিটার কোড দিয়ে ব্যালেন্স চেক করে নিন। তবে অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারনে রিচার্জ হতে সময় লাগতে পারে। এতে রিচার্জ হয়না কেন বলে ঘাবড়ে যাওয়ার কোন কারন নেই। আবার, এখানে আপনাকে একটা পরিষ্কার করে রাখি। আপনি হয়তো ভাবছেন বিকাশ দিয়ে করলে কোন চার্জ কাটবে কিনা। এর উত্তর হলো – না। আপনি বিকাশ থেকে প্রিপেইড মিটারে রিচার্জ করলে বিকাশ আপনার থেকে কোন ফি বা চার্জ কাটবে না। তবে আপনার মিটারে ব্যালেন্স যুক্ত হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সংযোগের যে চার্চ বা আনুষাঙ্গিক যে চার্জ রয়েছে সেগুলো কেটে নিবে।

বিকাশ অ্যাপ ছাড়া USSD কোড দিয়ে রিচার্জ করার নিয়ম

আপনার কাছে যদি বিকাশ অ্যাপ না থাকে বা অন্য কোনো কারণে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করতে না পারেন তাহলে আপনার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল বা বাটন মোবাইল থেকে  USSD Code ডায়াল করে খুব সহজে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন। এটি আপনি সাধারণ মোবাইল কল এর মত ডায়াল করে করে ফেলতে পারবেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  • প্রথমে আপনার মোবাইল থেকে *247# ডায়াল করতে হবে।
  • তাহলে আপনি কিছু সেবার লিস্ট দেখতে পাবেন। এখান থেকে ৬ নং এ থাকা Pay Bill সিলেক্ট করুন।
  • এবার আপনাকে ১ নং এ থাকা Electricity(Prepaid) সিলেক্ট করতে হবে।
  • এবার ৪ নং এ থাকা BPDB সিলেক্ট করতে হবে।
  • তারপর ২ নাম্বার এ Make Payment অপশন সিলেক্ট করতে হবে।
  • তারপর আপনার মিটারের নাম্বারটি দিতে হবে।
  • মিটার নাম্বার দেওয়ার পর আপনাকে আপনার কন্টাক্ট নাম্বারটি দিতে হবে।
  • পরের ধাপে আপনাকে অ্যামাউন্ট নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি কত টাকা রিচার্জ করতে চান তা লিখে দিতে হবে।
  • এবার শেষ ধাপে আপনার বিকাশ পিন নাম্বার দিতে হবে। আর কোন কাজ নেই। এখন রিচার্জ হয়ে যাবে।

আপনি উপরের দেখানো নিয়ম গুলো অনুসরণ করে আপনার বা অন্য কারো ব্যবহার করা প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করে নিতে পারবেন। আশা করি পোস্টটি পড়ার পর আপনাকে কারো কাছে যেতে হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *