সিম লক সম্পর্কে আমরা অনেকে জেনে বা না জেনেই এড়িয়ে যাই। আমাদের ফোনের নিরাপত্তার জন্য আমরা স্ক্রিন লকসহ বিভিন্ন লক করে থাকি। এইসব লকগুলো আমরা গুরুত্ব দিলেও sim lock settings কে আমরা তেমন একটা গুরুত্ব দেই না। কিন্তু আমাদের ফোনে থাকা সিম দিয়ে আমরা সাধারণত ইনকামিং ও আউটগোয়িং কল এবং ম্যাসেজিং এর মত কাজ করে থাকি। কল আসা ও অন্যান্য কারনে sim আমাদের জন্য অনেক জরুরী। তাই এটাকে গুরুত্বসহকারে দেখা উচিত।
সিম লক কি ও এর সুবিধা – What is Sim Lock
আপনি হয়তো ভাবছেন সিম কার্ড লক কি। সাধারণত এটি হল এক ধরনের privacy settings। যা আপনার দরকারি সিমটিকে কয়েকটি পিন নাম্বার দ্বারা নিরাপদ করে রাখা। এর বেশ কয়েকটি সুবিধাও রয়েছে। কখনো যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কেউ আপনার সিমটি ব্যবহার করতে পারবে না। কারণ এটি ব্যবহার করতে গেলে তাকে আনলক করে নিতে হবে। এছাড়াও আপনি Sim Lock সম্পর্কে উইকিপিডিয়ার একটি প্রবন্ধ দেখে নিতে পারেন।
এমনকি আপনি যদি আপনার সিমটি মোবাইল থেকে খুলে অন্য মোবাইলে ব্যবহার করতে চান তাহলেও আপনাকে পিন নাম্বার দিয়ে আনলক করে নিতে হবে। মোটকথা, আপনার ফোনটা বন্ধ করে চালু করা বা অন্য মোবাইলে এটি ব্যবহার করতে গেলে অবশ্যই এটি আনলক করে নিতে হবে। আনলক করতে না পারলে এটি ব্যবহার করা যাবে না তথা কল আসা বন্ধ ও অন্যান্য সেবা বন্ধ হয়ে যাবে। এতে করে আপনার নিরাপত্তা বাড়বে।
তাই অন্যান্য লকের মত এই লকটিকেও গুরুত্ব দেয়া উচিত। আরেকটি মজার বিষয় হলো আপনার sim চালু থাকা অবস্থায় কেউ যদি আপনার মোবাইল বন্ধ করে চালু করতে যায় তাহলে সে এটা চালু করতে পারবে না। কারন এটি চালু করলেই আপনার সেট করা পিন দিয়ে আনলক করে নিতে হবে। অর্থাৎ যতবার বন্ধ করবে ততবারই আনলক করতে হবে।
অ্যান্ড্রয়েড মোবাইলে চালু করার নিয়ম
সিকিউরিটির এই সেটিংসটি চালু করা খুব সহজ একটি কাজ। প্রত্যেকের ফোনে sim lock settings রয়েছে। কয়েক মিনিটের মধ্যে আপনি এটি করে নিতে পারবেন আপনার এন্ড্রয়েড মোবাইলের জন্য। শুধুমাত্র নিচের ধাপ গুলো অনুসরণ করে কাজটি করে ফেলুন।
- প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে আসতে হবে।
- ফোন সেটিংসে আসার পর আমরা সাধারণত বিভিন্ন সেটিংস দেখতে পাই। এখান থেকে আপনাকে Security Settings এ আসতে হবে
- সিকিউরিটি সেটিংসে আসার পর আপনাকে SIM Lock এ আসতে হবে। একেকজনের ফোনে এই সেটিংস গুলো একেক রকম হতে পারে। তবে আপনাকে উক্ত সেটিংস খুঁজে নিতে হবে। তারপর এই সেটিংসে ক্লিক করুন।
- এই অপশনে আসার পর আপনি যে সিমটি লক করতে চান ওই সিমটি সিলেক্ট করুন।
- এবার Sim Lock এ ক্লিক করার পর আপনাকে একটি পিন নাম্বার সিলেক্ট করতে হবে। এবার এখানে চার বা তার অধিক ডিজিটের একটা পিন নাম্বার অর্থাৎ পাওয়ার্ড দিয়ে দিন।
- পিন নাম্বারটি দিয়ে ওকে করে দিন
আপনার কাজ শেষ। হয়ে গেল লক। আবার আপনি যদি চান যেকোনো সময় আপনার উক্ত পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। এছাড়াও একই সিস্টেম অনুসরণ করে আপনার প্রদত্ত পিন নাম্বার দিয়ে উক্ত সিম লক বন্ধ করে দিতে পারবেন।
আইফোনে কিভাবে সিম লক করবেন | SIM Lock for iPhone
আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনিও চাইলে এটি করে রাখতে পারবেন। শুধুমাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনার কাজটি হয়ে যাবে। তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনার iPhone থেকে সেটিংসে আসুন
- এবার Mobile Service অপশনে ক্লিক করুন
- এবার SIM Pin অপশনে ক্লিক করুন
- এবার আপনাকে একটি পিন নাম্বার দিয়ে সিম লক করতে হবে।
এভাবেই আপনি আপনার iphone এর জন্য সেটিংসটি করে নিতে পারবেন। আবার যেকোনো সময় iPhone sim lock unlock করে দিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে লক করার জন্য ব্যবহৃত পিনটি যেকোনো সময় পরিবর্তন করে নিতে পারবেন।
একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে আপনাকে যে সকল বিষয়ে জ্ঞান রাখা উচিত এগুলোর মধ্যে সিম লক অন্যতম একটি বিষয়। ফোনের বা আমাদের নিরাপত্তার জন্য আমরা যেসব লক ব্যবহার করি এগুলোর পাশাপাশি এটি ব্যবহার করা উচিত। এতে করে আমাদের নিরাপত্তার বিষয়টি জোরদার হবে। আশা করি টিপসটি আপনার কাজে আসবে।