অন্যের ছবিতে নিজের মুখ যুক্ত করার টিপস | Best Face Swap Ai

অন্যের ছবিতে নিজের মুখ যুক্ত করা ফটোশপ বা ডিজাইনিংয়ের কাজ হলেও বর্তমানে এআই প্রযুক্তির মাধ্যমে যে কেউ প্রফেশনাল ছবি এডিটিং এর এই কাজটি করতে পারবে। বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় এমন কিছু Ai সাইট বা অনলাইন ফটো এডিডটর রয়েছে যা দ্বারা কোন ধরনের ফটো এডিটিং দক্ষতা ছাড়াই face swap ai free তে অন্যের ছবিতে নিজের ছবি যোগ করে নিতে পারবেন। এই পোষ্টের মাধ্যমে আপনি  জানতে পারবেন কিভাবে এই কাজটি করতে হয়।

যদিও বর্তমানে অনেক অনলাইন ফটো এডিটর সাইট রয়েছে যেখানে আপনি অন্যের ছবি এডিট করে নিজের ছবি বসাতে পারবেন। তবে আমি এখানে একটি best face swap ai সাইট সম্পর্কে আলোচনা করব যার সাহায্যে যে কেউ কোন ধরনের ঝামেলা ছাড়া এক মিনিটের মধ্যেই প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন। এআই দিয়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনছবি রিসাইজ বা ছবি এডিটিং ও লোগো ডিজাইন করা খুব সহজ। কিন্তু বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তি তার নিজের ছবিকে অন্যজনের ছবির উপর বসাতে পারবে। আর এই কাজে আমাদেরকে সাহায্য করবে Remaker Ai। নিচে আমরা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।  এখানে একটা কথা বলে রাখা উচিত। কথাটি হল – এই ধরনের টিপসগুলো কখনো অন্যের ক্ষতির জন্য ব্যবহার করবেন না।

Best Photo Swap Ai Remaker দিয়ে অন্যের ছবিতে নিজের মুখ যুক্ত করার প্রক্রিয়া

অন্যের ছবিতে নিজের মুখ যুক্ত করার জন্য প্রথমে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে। কাজ শুরু করার আগেই এই ছবিটি আপনাকে রেডি করে নিতে হবে। আপনি যদি অনলাইন থেকে ডাউনলোড করেন তাহলে চেষ্টা করবেন এইচডি ফরমেটে ডাউনলোড করার। এতে করে আপনার ছবির রেজুলেশন ভালো হবে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন face swap ai free টুল যেমন ideogram ai image generator ব্যবহার করে আকর্ষণীয় একটি ছবি generate করে নিতে পারবেন। তারপর উক্ত ছবি দিয়ে আপনার নিজের ছবি তৈরি করে নিতে পারবেন।

ছবি সংগ্রহ করার পর উক্ত ছবির সাথে নিজের ছবি যুক্ত করার জন্য প্রথমে remaker.ai এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর উপরে চারটি অপশন দেখতে পাবেন। প্রথমটি হল “Face Swap”। এই অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন একটি উইন্ডোতে নিয়ে আসবে। এখানেই করতে হবে আপনার মূল কাজ। আসুন এবার ধাপগুলো জেনে নিই।

অন্যের-ছবিতে-নিজের-মুখ-যুক্ত-করার-ai-remaker
Best Fase Swap AI Remaker

ধাপ: ১

এখানে উপরে আপলোড ইমেজ নামে যে বাটন আছে এটাতে ক্লিক করুন। এখানে আপনি যার ছবির উপর আপনার ছবি বসাতে চান তার ছবিটি দিয়ে দিন। ধরুন, আপনি একটি ভদ্রলোকের ছবির উপর মিস্টার বিনের ছবি বসাবেন। তাহলে এখানে প্রথমে ওই ভদ্রলোকের ছবিটি আপলোড করুন।

ধাপ: ২

এবার নিচে দেখুন upload swap image নামে আরেকটি অপশন আছে। এই অপশনে ক্লিক করুন। এবার আপনার ছবিটি সিলেক্ট করে দিন। ধরুন, আমি এখানে মিস্টার বিনের ছবি এড করে দিয়েছি।

ধাপ: ৩

এবার নিচে দেখুন SWAP একটি বাটন রয়েছে। এটাতে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি নেটের গতি ভালো থাকে ১ মিনিটের মধ্যে ছবিটি তৈরি হয়ে যাবে।

ধাপ: ৪

ছবিটি তৈরি হয়ে গেলে এর নিচে একটি ডাউনলোড বাটন পাবেন। এটাতে ক্লিক করলেই ছবিটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারীতে।

কিভাবে অনেকগুলো ব্যক্তির চেহারা একসাথে পরিবর্তন করবেন

এই Best face swap online টুল ব্যবহার করে আপনি চাইলে একটা ছবির একাধিক চেহারা পরিবর্তন করতে পারবেন। ধরুন আপনি চাইছেন একটা ছবিতে থাকা একাধিক ব্যক্তির চেহারা পরিবর্তন করবেন আপনি তা করতে পারবেন। এর জন্য Remaker সাইটে আসার পর Multiple Face Swap বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে নতুন একটি পেইজে নিয়ে যাবে। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • এখানে আসলে আপনি upload image নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করে যে ছবির ফেস পাল্টাতে চান সে ছবিটি সিলেক্ট করে দিন।
  • ছবিটি আপলোড হওয়ার পর ছবিতে যতগুলো ফেস থাকবে সবগুলো উক্ত ছবিরর নিচে দেওয়া থাকবে এবং এগুলোর পাশে প্লাস চিহ্ন দেওয়া থাকবে। এই প্লাস চিহ্নে ক্লিক করে আপনি যার জায়গায় যাকে বসাতে চান তার ছবি সিলেক্ট করে দিন। ধরুন প্রথম ছবিতে আপনার ছবি দিতে চান, তাহলে আপনার ছবি সিলেক্ট করে দিন। আবার দ্বিতীয় ছবিতে যদি আপনার বন্ধুর ছবি দিতে চান  তাহলে তার ছবি সিলেক্ট করে দিন। এভাবে করে সবার ছবি সিলেক্ট করে দিন।
  • এবার নিচে থাকা সোয়াপ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলে আপনার ছবিটি জেনারেট হয়ে যাবে।
  • তারপর ছবিটির নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন।

অনলাইন ফটো এডিটর Remaker কেন ব্যবহার করবেন

Remaker হল একটি best face swap ai বা  অনলাইন ফটো এডিটর যা ব্যবহার করে আপনি ফ্রিতে নিজের জন্য একটি প্রফেশনাল মানের ছবি বানাতে পারবেন। এর জন্য আপনার কোন ফটোশপ বা ফটো এডিটিং এর দক্ষতা লাগবেনা। এছাড়াও এখানে আপনার ছবি বানাতে বেশি সময়ও লাগবে না। যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে এক মিনিটের মধ্যেই হয়ে যাবে আপনার কাজ। এখানে কোন রেজিস্ট্রেশনের ঝামেলাও নেই।

অনলাইন ফটো এডিটিং Remaker এর বিকল্প

আপনি হয়তো ভাবছেন এই ওয়েবসাইটের বিকল্প কোন কিছু আছে কিনা। যদিও আমার মতে এটি face swap ai free টুল এছাড়াও এর বিকল্প আরেকটি অনলাইন ফটো এডিটিং টুল আছে। এটির নাম হল Vindoz। আপনি যদি গুগলে Vindoz face swap লিখে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর  remakar সাইটের মত ইন্টারফেস দেখতে পাবেন। এখানেও সেম ভাবে দুটি ছবি সিলেক্ট করে ফটো সোযাপ করে নিতে পারবেন।

এই Face Swap Ai Free টুল ব্যবহার শর্ত

এই face swap ai free টুল ব্যবহার করে আপনি ফ্রিতে অন্যের ছবিতে নিজের মুখ ব্যবহার করতে পারবেন। তবে প্রতিটি ছবির জন্য কিছু ক্রেডিট প্রযোজ্য হবে। ক্রেডিট বলতে কিছু পয়েন্ট কে বোঝানো হয়েছে। এই সাইটে ৩০ পয়েন্ট দেওয়া থাকে। প্রতিটি সিঙ্গেল চেহারা পাল্টানো ছবির জন্য এক ক্রেডিট করে কাটা হবে। তবে আপনি যদি মাল্টিপল চেহারা পরিবর্তন করতে চান তাহলে চার ক্রেডিট কাটা হবে। উক্ত ৩০ পয়েন্ট শেষ হয়ে গেলে আপনাকে নতুন করে পয়েন্ট কিনে নিতে হবে।

আবার এই অনলাইন ফটো এডিটিং টুলটি ব্যবহার করে আপনি চাইলে কোন ভিডিওতে থাকা ব্যক্তির চেহারাও পাল্টে নিতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে তাদের পেট ভার্শন নিতে হবে। অর্থাৎ এই সুযোগটা তাদের থেকে কিনে নিতে হবে। এরপর আপনি Video Face Swap করতে পারবেন। আপনি যদি এদের ওয়েবসাইটে আসেন তাহলে এই ভিডিও সোয়াব করার অপশন পাবেন।

পরিশেষে আমরা বলতে পারি, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তথা এইআইয়ের অবদানে আমরা ফটো এডিটিং এর অন্যের ছবিতে নিজের মুখ বসানোর মতো গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি পোস্টটি সবার কাজে আসবে। তবে কখনো কারো ক্ষতির উদ্দেশ্যে এগুলো করা উচিত নয়। আমরা শেখার উদ্দেশ্যে এগুলো শেয়ার করি। কারো ক্ষতির উদ্দেশ্যে নয়। তাই আমাদের উচিত প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকা।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *