যেকোন ছবির সাইজ কমানো বা রিসাইজ করার সহজ উপায় | PhotoPea Online Photo Editor

বর্তমানে আমরা যে কোন প্রয়োজনে ছবির সাইজ কমানো বা ছবি রিসাইজ করে থাকি। বিশেষ করে চাকরির আবেদনে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ছবির আকার ও সাইজ পরিবর্তন করতে হতে পারে। তখন অনেকেই এটা নিয়ে ঝামেলায় পড়ে যাই। আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি জেনে যাবেন কিভাবে এই কাজটি করে নিতে হয়।

ছবির সাইজ কমানোর উপায়

ছবি সাইজ কমানোর বা রিসাইজ করার জন্য আপনাকে কোন প্রফেশনাল ছবি এডিটর হতে হবে না বা কোন প্রফেশনাল এর কাছে যেতে হবে না। ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে এআই ব্যবহার করে কাজটি সারিয়ে নিতে পারবেন। photo resize করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে। সাধারণত দুটো উপায়ে এই কাজটি করা যায়। উপায় গুলো হলো

  • অনলাইন photo resizer বা ওয়েবসাইট
  • সফটওয়্যার বা অ্যাপস

Photopea দিয়ে অনলাইনে ছবির সাইজ কমানো

এখানে আমি আপনাদের সাথে Online Photo Resize নিয়ে আলোচনা করব। যদিও বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো এই সুযোগটি দিয়ে থাকে। তবে আমি শুধুমাত্র একটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। কারণ এই ওয়েবসাইটটি হুবহু অ্যাডোব ফটোশপের মত কাজ করে। এই ওয়েবসাইটে রয়েছে এডোপ ফটোশপ এর মত সকল টুলস ও ফিচার সমূহ। তাই এই অনলাইন ওয়েবসাইট ব্যবহার করে আপনি সব কাজ করে নিতে পারবেন।

ছবির সাইজ কমানোর প্রক্রিয়া

আপনি যদি আপনার কোন ছবি রিসাইজ করে ছবির ব্যাকগ্রাউন্ড সাইজ কমাতে চান তাহলে প্রথমে Photopea Online Photo Editor অফিশিয়াল ওয়েবসাইট photopea.com যেতে হবে। আপনি যখন প্রথমবারের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন হয়তো একটি নোটিফিকেশন দেখতে পাবেন। নোটিফিকেশন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। উপরে ডান পাশে দেখুন একটি ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস চিহ্নের উপর ক্লিক করে নোটিফিকেশনটি কেটে দিন। এবার আপনি Photopea এর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

photopea-online-photo-editor
PhotoPea Online Photo Editor

এবার আপনি New Project বাটনে ক্লিক করে চাইলে নতুন একটি ক্যানভাস নিতে পারেন। এরপর উক্ত ক্যানভাসে আপনার ছবিটি এডিট করতে পারবেন। তবে আমি বলব, আপনি যে ছবিটির আকার পরিবর্তন করতে চান সেটা যদি আপনার মোবাইলের বা কম্পিউটারে থাকে তাহলে Open From Computer বাটনে ক্লিক করে আপনার মোবাইলে বা কম্পিউটারে থাকা ছবিটি সিলেক্ট করে নিন।

ছবিটি সিলেক্ট করার সাথে সাথে এই ওয়েবসাইটে আপনার ছবিটি চলে আসবে। সাথে ছবি এডিটিং এর সকল টুলসহ আপনি এটি দেখতে পাবেন। এখানে বাম পাশে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশন গুলো ব্যবহার করে আপনি চাইলে ছবিটি বিভিন্নভাবে এডিট করে নিতে পারবেন। এখানে আমি শুধুমাত্র রিসাইজ করে কিভাবে ছবির সাইজ কমিয়ে নিবেন তা দেখাবো। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে photopea online photo editor এর অন্যান্য টুলস গুলোর ব্যবহার সম্পর্কেও জানতে পারবেন। এবার চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার ছবিটির আকার পরিবর্তন করবেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  • ছবিটি ওপেন করা অবস্থায় উপরে দেখুন কতগুলো অপশন রয়েছে। এখান থেকে Image অপশনে ক্লিক করুন।
  • এই অপশনে ক্লিক করার পর আপনি আরো কিছু সেটিংস পাবেন।
  • এবার ইমেজ সাইজ সিলেক্ট করুন।
  • তাহলে আপনার সামনে একটি ডায়লগ বক্স আসবে। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ সেট করে দিন।
ছবির-সাইজ-কমানো
ছবি রিসাইজ বা সাইজ কমানো
  • ধরুন, আমি আমার ছবিটি ৩০০ * ৩০০ পিক্সেলের করতে চাই। এর জন্য Height এর ঘরে 300 এবং Width  এর ঘরে ৩০০ দিয়ে দিন। এখানে একটি কথা বলে রাখি। এখানে দেখুন এই সাইজগুলোর পাশে শিকলের মত একটি আইকন আছে। এই আইকনটি সিলেক্ট করা অবস্থায় আপনি নিজের ইচ্ছামত সাইজ গুলো বসাতে পারবেন না। অর্থাৎ আপনি যদি Height ঘরে 500 লিখেন তাহলে Width এর ঘরে অটোমেটিক একটা সংখ্যা চলে আসবে। তাই আপনি এই এই চিহ্নটিতে ক্লিক করে এটি আনসিলেক্ট করে নিন। তাহলে আপনি দুই জায়গায় আপনার ইচ্ছামত সাইজ বসাতে পারবেন। সাইজ বসানো হয়ে গেলে এবার নিচে Ok বাটনে ক্লিক করে বের হয়ে যান।
  • এবার ছবিটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা File অপশনে ক্লিক করুন। তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এবার নিচের দিকে Export As অপশনে ক্লিক করে ছবির একটি ফরমেট সেট করে নিন।
  • এবার এখানে আপনি আরেকটি বক্স পাবেন।
  • এ বক্সে আপনার দেওয়া সাইজগুলো থাকবে। এখানে আপনি চাইলে আপনার ছবিটি নির্দিষ্ট একটি সাইজের মধ্যে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট একটি KB এর মধ্যে নিয়ে আসতে পারবেন। এর জন্য Quality যে অপশন রয়েছে এই অপশনে দেখুন একটি নীল দাগ রয়েছে। এই দাগটি কমিয়ে বা বাড়িয়ে নিন। এতে করে আপনার ছবির সাইজ অর্থাৎ কিলোবাইটে বাড়বে অথবা কমবে। আপনার ছবির বর্তমান সাইজ কত KB তা দেখার জন্য এই বক্সের উপরে ডান পাশে খেয়াল রাখুন। ওইখানেই রয়েছে আপনার ছবির সাইজ কত হলো।
  • এবার সব ঠিক থাকলে নিচে থাকা Save বাটনে ক্লিক করুন। তাহলে এটি অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে।

এখানে একটা কথা বলে রাখি। সেভ করার পরও যদি কোন বিজ্ঞাপন চলে আসে তাহলে বিজ্ঞাপনটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বিজ্ঞাপনটি শেষ হলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে যেকোনো ছবির আকার বা সাইজ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *